ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ড ব্রিজে অগ্নিপরীক্ষা চেলসির

প্রকাশিত: ০৬:১২, ৯ মার্চ ২০১৬

স্টামফোর্ড ব্রিজে অগ্নিপরীক্ষা চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ নিদারুণ দুঃসময় যাচ্ছে চেলসির। ইংলিশ প্রিমিয়ার লীগে দুরাবস্থার মধ্যে থাকা ব্লুজরা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও আছে বেহাল অবস্থায়। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে ২-১ গোলে হারের কারণে বিদায়ের শঙ্কা আছে। এমন অবস্থার মধ্যেই আজ রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে পিএসজিকে আতিথ্য দেবে চেলসি। গত মৌসুমের পর এবারও নকআউট পর্বে পিএসজি বাধার ?সামনে চেলসি। তবে ফরাসী চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী ব্লুজ তারকা উইলিয়ান। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লীগের এবারের আসরে চেলসির চ্যাম্পিয়ন হওয়ার বিষয়েও আশাবাদী ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রথম লেগে জয় পাওয়ায় সুবিধাজনক অবস্থায় আছে ফরাসী চ্যাম্পিয়নরা। তবে সুযোগ আছে ইংলিশ চ্যাম্পিয়নদেরও। এই ম্যাচটি চেলসির জন্য প্রতিশোধেরও। গত মৌসুমে ব্লুজদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পিএসজি। এবারের মৌসুমে রীতিমতো ধুঁকছে চেলসি। চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী মৌসুমে তাদের থাকা নিয়েই আছে সংশয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে দশ নম্বরে তারা। তাই মৌসুম শেষে শীর্ষ চার নিশ্চিত করাটাই ?আসল চ্যালেঞ্জ গাস হিডিঙ্কের দলের। ইপিএলের শিরোপা আশা নেই বললেই চলে। তাই চ্যাম্পিয়ন্স লীগ ও এফএ কাপে চোখ ?রাখছে চেলসি। ইংলিশ চ্যাম্পিয়নরা দ্বিতীয়বারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতবে বলেই বিশ্বাস উইলিয়ানের। যিনি চলতি মৌসুমের গ্রুপ পর্বে উয়েফা সেরা একাদশে জায়গা করে নেন। সাক্ষাতকারে ত্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান বলেন, আমি মনে করি, আমরা পারব। এটা কঠিনই হবে কারণ, এখানে অনেক ভাল দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আমাদের এখন পিএসজির সঙ্গে ম্যাচ নিয়ে ভাবতে হবে এবং ধাপে ধাপে আমরা ফাইনালে যেতে পারব। শিরোপা জেতার লক্ষ্যে চেলসিতে সবসময়ই একটা চাপ থাকে। তাই আমাদের পরবর্তী ম্যাচে মনোযোগী হতে হবে। উইলিয়ান আরও বলেন, এটা মৌসুমের অন্যতম বড় ম্যাচ। অবশ্যই নিজেদের সেরাটাই দিতে হবে। কঠিন হলেও আমি মনে করি আমরাই জিতব। তাদের মতো আমাদের দলেও ভাল মানের খেলোয়াড় আছে। ম্যাচটি ফিফটি ফিফটি হবে। তবে আমরা যা চাই তা ম্যাচের শুরু থেকেই দেখাতে হবে। বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষকে চাপে রাখার বিকল্প নেই। নিজেদের মাঠে খেলা, তাই আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। ম্যাচটির আগে পিএসজি কোচ লরেন্ট ব্লাঙ্ক বলেন, চেলসি ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে, সেটা প্রথম লেগে মাঠের কঠিন লড়াইয়ে পরিষ্কার হয়ে গেছে। পুরো খেলায় তাদের রক্ষণটা ছিল দুর্দান্ত। আক্রমণেও উঠেছে প্রচ- গতি নিয়ে। স্টামফোর্ড ব্রিজে পরের লেগের লড়াইটাও কঠিন হবে। চেলসি কোচ গাস হিডিঙ্ক প্যারিসের মাঠে পাওয়া গোলটিকে গুরুত্বপূর্ণই ভাবছেন। প্রথম লেগে পরাজয়ে অখুশি হলেও জন ওবি মিকেলের ‘এ্যাওয়ে’ গোলটিই আশা জাগাচ্ছে চেলসির ডাচ কোচের। তিনি বলেন, হার হারই। যে কোন হারই দুঃখজনক। তবে এ্যাওয়ে গোলটি পাওয়ায় ভাল লাগছে। দুই লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে গোল করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না।
×