ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্রাগ সেবন, শাস্তির মুখে শারাপোভা

প্রকাশিত: ০৬:১১, ৯ মার্চ ২০১৬

ড্রাগ সেবন, শাস্তির মুখে শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ পুরো বিশ্বই চমকে গেছে নতুন এক ঘটনায়। সাবেক বিশ্বসেরা, স্বর্ণকেশী গ্ল্যামার গার্ল, রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা ডোপ পজেটিভ। বছরের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেনের ডোপ টেস্টে তার রক্তের নমুনায় ধরা পড়ে নিষিদ্ধ ওষুধ মেলডোনিয়ামের অস্তিত্ব। যদিও এটি পূর্বে বিশ্ব ডোপবিরোধী প্রতিষ্ঠানের (ডব্লিউএডিএ) নিষিদ্ধ তালিকায় ছিল না। এ বছর এটিকে নিষিদ্ধ করা হয়। কিন্তু শারাপোভা ওষুধটি শারীরিক নানা সমস্যায় ২০০৬ সাল থেকেই গ্রহণ করছিলেন। তিনি নিজেই জানিয়েছেন এবার নিষিদ্ধ তালিকায় ওষুধটি ওঠার পরও ভুলক্রমে সেটি গ্রহণ করেছেন। অবশ্য জানা যায়নি কি শাস্তি পাবেন মাশা। আপাতত আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) তাকে ১২ মার্চ থেকে কার্যকর ১ বছরের সাময়িক নিষেধাজ্ঞা দেবে। সাবেক তারকা জেনিফার ক্যাপ্রিয়াতি টুইটারে শারাপোভার মু-ুপাত করেছেন। মোহনীয় শারীরিক সৌন্দর্যের জন্য শারাপোভা শুধু ফ্যাশন, মডেলিং করেই বিশ্বের নামীদামী প্রতিষ্ঠান থেকে কাড়ি কাড়ি অর্থ উপার্জন করেন। এর মধ্যে অন্যতম সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ট্যাগ হিউয়ের’ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে শারাপোভার সঙ্গে চুক্তি নবায়ন করবে না তারা। আর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ব্র্যান্ড এ্যাম্বেসেডর পদ থেকে প্রত্যাহার করেছে তাঁকে। তবে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী অবশ্য পক্ষেই কথা বলছেন ২৮ বছর বয়সী এ সুন্দরীর। রাশিয়ার এ্যাথলেটরা অধিক মাত্রায় নিষিদ্ধ ড্রাগ নিয়ে থাকেন। আর তাদের কারণেই বিশ্বব্যাপী অন্য এ্যাথলেটদের মাঝেও ছড়িয়ে পড়ছে ভয়ানক ডোপের কালো ছায়া। সে কারণে রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে আইএএএফ। কিন্তু এবার শারাপোভা যখন নিজেই স্বীকারোক্তি দিলেন যে তিনিও অস্ট্রেলিয়ান ওপেনের ড্রাগ টেস্টে উতরে যেতে ব্যর্থ হয়েছেন তখন সবাই বেশ চমকে গেছেন। পাঁচবারের গ্র্যান্ডসøামজয়ী মাশা যে মেলডোনিয়াম নিতেন সেটিকে নিষিদ্ধ করা হয় ১ জানুয়ারি। এটি মূলত ডায়বেটিস এবং শরীরে ম্যাগনেসিয়াম ঘাটতি দেখা দিলে ব্যবহার করা হয়। কিন্তু নিষিদ্ধের পর ভুলক্রমে সেটা ব্যবহার করে ফেলেছেন শারাপোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মস্তবড় একটা ভুল করেছি। আমি আমার ভক্তদের নিচে নামিয়েছি এবং এই পরিচ্ছন্ন খেলাটিকে অবমাননা করেছি। আমি সম্পূর্ণভাবে নিজের দায় স্বীকার করে নিচ্ছি এর জন্য। আমি জানি এটার জন্য আমি অনেক বড় ঝামেলার মুখে পড়ব, কিন্তু এভাবে আমি নিজের ক্যারিয়ারের সমাপ্তি আনতে চাই না। আমি আশা করছি আরেকটি সুযোগ পাব পুনরায় খেলার।’ শারাপোভা জানিয়েছেন তার ব্যক্তিগত ডাক্তার মাইলড্রোনেট দিয়েছেন যার অপর নাম মেলডোনিয়াম। ধারাবাহিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে এবং ইকেজি পরীক্ষাটা স্থিতিস্থাপক না থাকায় এটি দেয়া হয়েছিল। এ ওষুধটি বুকের ব্যথা ও হার্ট এ্যাটাকের জন্যও ব্যবহৃত হয়। কিন্তু অনেক গবেষক এটিকে রক্তে উদ্দীপনা বৃদ্ধি, শক্তিবর্ধক এবং নৈপুণ্য বর্ধক হিসেবে কাজে লাগে বলেও জানিয়েছেন। এ কারণেই এটি নিষিদ্ধ করা হয় এ বছর। তারপর থেকে শারাপোভাসহ মোট ৭ এ্যাথলেট ডোপ টেস্টে পজিটিভ হলেন। যদিও শারাপোভা সেটি নিয়ে ফেলার কারণে এখন ভুল স্বীকার করছেন। সেটা মানতে নারাজ সাবেক গ্র্যান্ডসøাম জয়ী তারকা ক্যাপ্রিয়াতি। তিনি বলেন, ‘আমি হতাশ। যাই ঘটুক এবং নিজের ক্যারিয়ারটা আমি বিসর্জন দিতাম তবু প্রতারণা করতাম না। আমি কখনও এমন উচ্চমানের এবং মূল্যের ডাক্তারদের নিয়োগ করতাম না যারা প্রতারণা করার কৌশল বের করবেন এবং সেই পদ্ধতিটা এতদিন পর্যন্ত সবাইকে প্রতারণা করতে পারবে। বিজ্ঞান যতদিন পর্যন্ত এটি ধরতে পারেনি ততদিন পর্যন্ত সে প্রতারণা করে গেছে।’ কিন্তু রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো অবশ্য শারাপোভার পাশেই দাঁড়ালেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি শারাপোভার জন্য দুঃখবোধ করছি। আশা করব তিনি কোর্টে দ্রুতই ফিরবেন এবং আমরা তাকে সহায়তা দেয়ার জন্য প্রস্তুত। একের পর এক টুর্নামেন্ট খেলার জন্য তাকে ভ্রমণ করতে হয়। এটি তার জন্য খুব শাস্তিদায়ক। তার দলের সঙ্গে থাকা অন্য মানুষদের অবশ্য মনোযোগ দিয়ে দের্খা প্রয়োজন ছিল।’ আইটিএফ তাদের এক বিবৃতিতে বলেছে,‘২৬ জানুয়ারি শারাপোভা ড্রাগ টেস্টে পজিটিভ হোন এবং ২ মার্চ তাঁকে জানানো হয়। সাময়িকভাবে তাঁকে ১২ মার্চ থেকে নিষিদ্ধ করা হবে এটার নিশ্চয়তা পাওয়ার পর।’
×