ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১০, ৯ মার্চ ২০১৬

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

মোঃ মামুন রশীদ ॥ সোমবার দিনটাই শেষ হয়ে গেছে ধর্মশালায় পৌঁছতে। রবিবার এশিয়া কাপ ফাইনাল খেলে মাঠেই অনেক রাত পর্যন্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার টি২০ বিশ্বকাপ মিশন। সে মিশনে নামতে হবে আজই হল্যান্ডের বিপক্ষে প্রাথমিক পর্বে। কিন্তু অনুশীলনের তেমন সুযোগ পায়নি মাশরাফি বিন মর্তুজার দল। এমনকি প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি। তবে এশিয়া কাপের নৈপুণ্য থেকে আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। ভারতে এর আগেও তেমন ম্যাচ খেলেনি দল। সবমিলিয়ে বেশ অগ্নিপরীক্ষার মধ্যেই পড়তে হবে মাশরাফিদের। কিন্তু দলের বেশ কয়েকজনের পূর্ব অভিজ্ঞতা আছে ভারতের মাটিতে খেলার। সেই অভিজ্ঞতাটাও কাজে লাগাতে চান অধিনায়ক মাশরাফি। বাংলাদেশ দল খুব কমই ভারত সফর করেছে। ভারতের মাটিতে খেলার তেমন সুযোগ হয়নি। এবার টি২০ বিশ্বকাপের আগেও সেখানে গিয়ে অনুশীলনটাও করতে পারেনি টাইগাররা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘এটা ঠিক আমরা ভারতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। কিন্তু এটা কোন অজুহাত হতে পারে না। দুয়েক জনের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’ এশিয়া কাপের ফাইনালে খেলে নিজেদের টি২০ ক্রিকেটের দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ দল। কিন্তু বুধবার হল্যান্ডের বিপক্ষে নামার জন্য প্রস্তুতি নেয়ার তেমন সুযোগ হয়নি। মাশরাফি বলেন, ‘আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি। এখানে কোন বিকল্প ছিল না। এটা খুব চাপ হয়ে গেছে। গতকাল (সোমবার) সকালে বিমানে উঠেছি, সন্ধ্যায় পৌঁছেছি। অনুশীলনের খুব একটা সুযোগ ছিল না। এশিয়া কাপের ফাইনালে খেলায় যে আত্মবিশ্বাস পেয়েছি সেটা এখানে কাজে লাগানোর চেষ্টা করব।’ নিজ দলের ওপর বেশ আস্থা রাখছেন মাশরাফি। কারণ বর্তমানে ক্রিকেটাররা ভাল ফর্মে আছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটা দল তৈরির চেষ্টা করছি। সেটা এই মুহূর্তে খুব ভাল করছে। গত এশিয়া কাপ তার বড় একটা উদহারণ। তবে বিশ্ব ক্রিকেটে বিশেষ করে টি২০তে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের উন্নতি করে যেতে হবে। আশা করি এ ধরনের ক্রিকেটে তিন বছর পর আমরা ভাল একটি দল হয়ে উঠব। আমার মনে হয় তিন দলই চ্যালেঞ্জ হবে।’ এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ খেলার পরেই দলের অন্যতম পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়েছিলেন। পরে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফাইনালে ভারতের সঙ্গে খেলতে পারেননি তিনি। আজ হল্যান্ডের সঙ্গে খেলতে পারবেন কি না সেটা নিয়েও আছে সংশয়। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের খেলার বিষয়ে আমাদের ফিজিওর সঙ্গে বসতে হবে। ফিজিও তাকে দেখছে। এই মুহূর্তে বলতে পারছি না। আমরা এখন পর্যন্ত একাদশও ঠিক করিনি।’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে ওঠার একটা বড় চ্যালেঞ্জও আছে দলের জন্য। কারণ বাংলাদেশের মাটিতে বেশ গরমের মধ্যেই টানা ১২ দিন এশিয়া কাপ খেলেছে দল। এবার ধর্মশালায় খেলতে হবে শীতের মধ্যে। অবশ্য মঙ্গলবার ধর্মশালায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘ভারতের বেশির ভাগ জায়গা আমাদের মতোই। কিন্তু এই জায়গাটা নয়। এখানে কিছু পার্থক্য অনুভব করেছি। যেমন শ্বাস নিতে একটু সমস্যা হয়। আমার মনে হয় আমাদের মানিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। রাতে ঠা-া পড়ে, গত রাতে (সোমবার) যেমন পড়েছিল। আমাদের দুটি ম্যাচ খেলতে হবে রাতে। আশা করি, কালকের (আজ) ম্যাচে আমাদের সেরাটা দিতে পারব।’ মাহমুদুল্লাহ রিয়াদ এশিয়া কাপে চমক দেখিয়েছেন ঝড়ো ব্যাটিং করে। তবে ব্যর্থ হয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘একটা দলে একজন যখন একটু লোয়ার অর্ডারে পারফর্ম করে তখন এই কথা ওঠাটা খুবই স্বাভাবিক। আবার দেখেন মুশফিক-সাকিব ওরা কিন্তু বাংলাদেশ দলকে যথেষ্ট সার্ভিস দিয়ে এসেছে। আমরা তো একজনকে পেতে গিয়ে আর দুই জনকে তো হারাতে চাই না। আমরা রিয়াদকে নিয়ে যে পরিকল্পনা করেছিলাম, তা প্রায় সফল। বেশি নাড়াচাড়া করাটাও ঠিক হবে না। আমরা অবশ্যই চেষ্টা করব রিয়াদকে যতটা সম্ভব ব্যাটিং করানোর। আবার একই সঙ্গে আমাদের যে পরিকল্পনা ছিল সেটার ভেতরে থেকেই।’ প্রাথমিক রাউন্ডে হল্যান্ডের পর আবার আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে খেলা। এশিয়া কাপে যাই ঘটুক এটিকে নতুন চ্যালেঞ্জ মনে করছেন মাশরাফি। তিনি বলেন, ‘এটা একটা আলাদা চ্যালেঞ্জ। দেশে খেলার একটা চ্যালেঞ্জ থাকে উপভোগের বিষয়ও থাকে, আলাদা একটা অনুভূতি থাকে। আমি মনে করি, এখানে কিছুটা পেশাদারিত্ব দেখিয়ে আপনাকে সবকিছুর বাইরে এসে খেলতে হবে। এটা শেখার জায়গা। আমরা অনেক ক্রিকেটে খেলেছিও আশা করি আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারব।’
×