ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লড়াই করে ১৪ রানে হারল হংকং

জয় দিয়ে শুরু জিম্বাবুইয়ের

প্রকাশিত: ০৬:০৯, ৯ মার্চ ২০১৬

জয় দিয়ে শুরু জিম্বাবুইয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক রাউন্ড দিয়ে শুরু হয়েছে ষষ্ঠ টি২০ বিশ্বকাপ। প্রাথমিক রাউন্ডের উদ্বোধনী ম্যাচেই শুভসূচনা করেছে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুইয়ে। মঙ্গলবার নাগপুরে ‘বি’ গ্রুপে হংকংয়ের সঙ্গে অবশ্য কষ্টার্জিত জয় তুলে নিয়েছে তারা। দারুণ লড়াই করে মাত্র ১৪ রানে হারে হংকং। প্রথম ব্যাট করে ভুসিমুজি সিবান্দার অর্ধশতকে ৮ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল জিম্বাবুইয়ে। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয় হংকং। টস জিতে আগে জিম্বাবুইয়েকে ব্যাটিংয়ে পাঠায় হংকং। সিবান্দা কোন রান করার আগেই ঝড় তোলা হ্যামিল্টন মাসাকাদজা ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে সাজঘরে ফেরেন। এরপর দ্রুত নিজেদের ফিরে পায় হংকং বোলাররা। দলীয় ৬২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুইয়ে। তবে সিবান্দা একপ্রান্ত আগলে দারুণ খেলছিলেন। তিনি ৪৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে যখন ফিরেছেন ততক্ষণে একটি ভাল অবস্থানে চলে গেছে দল। ম্যালকম ওয়ালারের সঙ্গে পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টাও কাটিয়ে দিয়েছেন। এরপর জিম্বাবুইয়ে ইনিংসটা বড় হয়েছে মূলত এলটন চিগুম্বুরার ১৩ বলে ৩ ছক্কায় ৩০ রানের হার না মানা ঝড়ে। ৮ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় জিম্বাবুইয়ে। দুটি করে উইকেট নেন তানবীর আফজাল ও ইজাজ খান। জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে হংকং। তবে ওপেনার জেমি এ্যাটকিনসনের দারুণ ইনিংসের সুবাদে সেটা তেমন প্রভাব ফেলেনি। ৭৫ রানে তিন উইকেট হারালেও মোটামুটি কক্ষপথেই ছিল তারা। এ্যাটকিনসন ৪৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রানে ফিরে যাওয়ার পর আর কোন ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। আফজাল ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু জিম্বাবুইয়ে বোলারদের দৃঢ়তায় লক্ষ্যে পৌঁছতে পারেনি হংকং। ৬ উইকেটে ১৪৪ রান করে তারা। দুটি করে উইকেট নেন ডোনাল্ড ট্রিপানো ও টেন্ডাই চাতারা।
×