ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওবামার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

প্রকাশিত: ০৬:০৭, ৯ মার্চ ২০১৬

ওবামার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ওয়াশিংটন সফরও বাতিল করেছেন। হোয়াইট হাউস সোমবার এ খবর জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে না যাওয়ার সিদ্ধান্তে ওবামার সঙ্গে নেতানিয়াহুর দ্বন্দ্বের বিষয়টি ফুটে উঠেছে। ইসরাইলের ঘোর শত্রু ইরানের সঙ্গে গত বছর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির পর ওবামা ও নেতানিয়াহুর মধ্যে তৈরি বিরোধের অবসান এখনও হয়নি। হোয়াইট হাউস বলেছে, ইসরাইল সরকার ১৮ বা ১৯ মার্চ ওবামার সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের অনুরোধ জানিয়েছিল এবং দুই সপ্তাহ আগে ওবামা ১৮ মার্চ সাক্ষাতের প্রস্তাব দেন। হোয়াইট হাউসের মুখপাত্র এক ই-মেইল বিবৃতিতে বলেছেন, আমরা একটি দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিলাম। এমন সময় আমরা মিডিয়া প্রতিবেদনের বরাতে জানতে পারি যে, ইসরাইলের প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ গ্রহণের পরিবর্তে সফরই বাতিল করে দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর বৈঠকের সময়সূচী নির্ধারণ করতে পারিনি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এদিকে নেতানিয়াহুর কার্যালয় এই সফর বাতিলের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানায়নি। ইরান চুক্তি নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট গভীর মতানৈক্য অবসানের চেষ্টা করছে দেশ দুটি এবং ইসরাইলের জন্য নতুন ১০ বছর মেয়াদি মাল্টিবিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা চুক্তি নিয়েও কাজ করছে। ফেসবুকে বউ বিক্রি! ধার করা অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়ে ভারতের ইন্দোরে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন পোস্ট করেছে। ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে তাকে এক লাখ রুপীতে বিক্রির প্রস্তাব দেয় ওই ব্যক্তি। ওই দম্পতি চার বছর আগে বিয়ে করে এবং তাদের তিন বছর বয়সী একটি কন্যা রয়েছে। ইন্ডিয়ান প্যানেল কোড সেকশন ৫০৯ (নারীকে অসম্মান) অনুযায়ী, স্বামী দিলীপের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে স্ত্রী। -ওয়েবসাইট ৩ লাখ কর্মকর্তার শাস্তি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জানিয়েছে, গেল বছর প্রায় তিন লাখ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে শাস্তি দেয়া হয়েছে। দেশটির ক্ষমতাসীন পার্টির বরাতে বিবিসি জানিয়েছে, প্রায় দুই লাখ কর্মকর্তাকে ‘হাল্কা শাস্তি’ দেয়া হয়েছে। আর বাকি ৮০ হাজারের মতো কর্মকর্তাকে তুলনামূলক বেশি শাস্তি দেয়া হয়েছে।দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন। অনেক উচ্চ পদস্থ রাজনৈতিক ব্যক্তিত্বকেও দুর্নীতির কারণে কারাগারে যেতে হয়েছে। -বিবিসি
×