ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাজিব রাজাককে অপহরণের চক্রান্ত করেছিল আইএস

প্রকাশিত: ০৬:০৬, ৯ মার্চ ২০১৬

নাজিব রাজাককে অপহরণের চক্রান্ত করেছিল আইএস

গেল বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীকে অপহরণের চক্রান্ত করেছিল ইসলামিক স্টেট (আইএস)। মালয়েশীয় পুলিশ আইএসের ওই চক্রান্ত বানচাল করে দেয় বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। খবর ওয়েবসাইটের। উপপ্রধানমন্ত্রিত্বের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আহমেদ জাহিদ জানান, জঙ্গীরা মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়ও হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা বিস্ফোরক প্রস্তুত করে তা পরীক্ষা করেছিল বলেও জানান তিনি। জাহিদ আরও বলেন, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দায়েশের (আইএস) সঙ্গে সম্পর্কিত ১৩ ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ নেতাদের অপহরণ করার পরিকল্পনা করেছিল। আইএসের হুমকি মোকাবেলায় মালয়েশিয়ার উদ্যোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, পুত্রজায়ায়ও হামলার পরিকল্পনা ছিল। পরিকল্পনার শেষ পর্যায়ে ওই গোষ্ঠী বিস্ফোরক প্রস্তুত করে পরীক্ষাও করেছিল। এ দেশে দায়েশের (আইএস) কোন উপযুক্ত অবস্থান না থাকলেও সিরিয়ার আইএস নেটওয়ার্কের প্রভাবে ও তাদের নির্দেশে এখানে যারা আছে তারা এসব করছিলেন। তিনি জানান, ২০১৪’র সেপ্টেম্বর থেকে ২০১৫’র মে পর্যন্ত আইএস সদস্যরা দেশটির রাজধানী কুয়ালালামপুর, পুত্রজায়া এবং কাদেহ রাজ্যে চারটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিল। পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে দুজন নিহত ভারতের পশ্চিমবঙ্গে মঙ্গলবার বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। বোমা তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর এএফপির। ওই বোমা বিস্ফোরণে অপর এক ব্যক্তি আহত হয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ২৩০ কিলোমিটার উত্তরে মুর্শিদাবাদ জেলার একটি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ রাজ্যে আগামী মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নির্বাচনের দিন তাদের প্রতিদ্বন্দ্বীদের শক্ত ঘাঁটিতে ভোটাররা যাতে ভোট দিতে না যায় সেজন্য অনেক সময় বোমা পেতে রাখে।
×