ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেলিটকের নতুন লোগো উন্মোচন

প্রকাশিত: ০৬:০২, ৯ মার্চ ২০১৬

টেলিটকের নতুন লোগো উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহক সেবার নানা অভিযোগ মাথায় নিয়ে চলা রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের নতুন লোগো উন্মোচন ও রি-ব্রান্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির নতুন লোগোর উন্মোচন করা হয়। নতুন লোগো উন্মোচন করতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, টেলিটকের নতুন লোগোর পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে টেলিটককে নতুনরূপে আনা হবে। যাতে অন্য অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় থাকতে পারে। এটা করতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে টেলিটক ঘুরে দাঁড়াবে। সূত্র জানিয়েছে, টেলিটক প্রতিষ্ঠার ১০ বছর পার হয়ে গেলেও প্রতিষ্ঠানটি বেসরকারী কোন মোবাইল কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে যেতে পারেনি। প্রতিষ্ঠানটিকে গতিশীল করার জন্য সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ৬ মাসের সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে টেলিটক গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও নেটওয়ার্ক উন্নয়ন করবে। ৬ মাসের আগেই অপারেটরটি লোগোতে পরিবর্তন এনেছে। এছাড়া রি-ব্রান্ডিং করে নতুনরূপে বাজারে আসার কার্যক্রম হাতে নিয়েছে। বেসরকারী অপারেটরদের প্রায় এক বছর আগে টেলিটক থ্রিজি সেবা দেয়ার অনুমোদন পেলেও প্রতিযোগিতায় সবার পেছনেই তাদের অবস্থান। টেলিটকের শুরুতে গ্রাহক ছিল ৪২ লাখ। এখান থেকে নামতে নামতে টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছিল ১৭ লাখে। গত এক বছরে গ্রাহক সংখ্যা বেড়ে এখন ২৯ লাখ হয়েছে।
×