ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য হত

প্রকাশিত: ০৬:০১, ৯ মার্চ ২০১৬

রাজধানীতে বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য হত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁও এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, নিহতের নাম পিয়াস (৩৫)। সে জেএমবি সদস্য। খিলগাঁও থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত জানান, মঙ্গলবার ভোরে খিলগাঁও খিদমা হাসপাতালের পাশে রেললাইনের কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) একটি দলের সঙ্গে জঙ্গীদের গোলাগুলিতে ওই জেএমবি সদস্য আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও তিনটি হাতবোমা এবং কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশে (ঢাকা দক্ষিণ) উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, খিদমা হাসপাতালের পাশে জেএমবি সদস্যদের অবস্থান করার খবর পেয়ে তারা সেখানে অভিযানে যান। গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে জঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ওই জেএমবি সদস্য গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। বিকেল সাড়ে ৪টার পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগে যোগাযোগ করা হলে এক সহকারী অধ্যাপক জানান, এখনও পর্যন্ত তার লাশের সুরতহাল প্রতিবেদনের কাগজ পাননি। তাই তার লাশের ময়নাতদন্ত হয়নি।
×