ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহিলা দলের র‌্যালিতে ফখরুল

খালেদা ও তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত

প্রকাশিত: ০৫:৫৯, ৯ মার্চ ২০১৬

খালেদা ও তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত র‌্যালি উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতন্ত্র রক্ষায় দেশের নারীদের একজোট হওয়ার আহ্বান জানান। ফখরুল বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সরকারী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন তার সঙ্গে সত্যের লেশমাত্র নেই। আমাদের দুর্ভাগ্য যে, যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশে গণতন্ত্র নেই বলেই এমন হয়েছে। ফখরুল বলেন, আন্তর্জাতিক নারী দিবস পালন করতে গিয়ে প্রত্যাশা করি অন্যান্য সভ্য দেশে যেভাবে নারী দিবস পালিত হয়, নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কর্মসূচী পালন করে, আমাদের দেশে সেভাবে কর্মসূচীগুলো করতে দেয়া হয় না। কারণ এখন যারা দেশ পরিচালনা করছেন তাদের কোন বৈধতা নেই। কারণ তারা নির্বাচিত নয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশ আজ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে কারও অধিকার প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র ছাড়া কেউই অধিকার ফিরিয়ে আনতে পারে না। তিনি বলেন, জনগণের সংগ্রামের সঙ্গে নারী-পুরুষ একাকার হয়ে গেছে। দেশে গণতন্ত্র অনুপস্থিতির কারণে সঙ্কট সৃষ্টি হয়েছে। একই কারণে দেশে নারীদের নিরাপত্তা নেই। নারীদের অধিকারগুলো কেড়ে নেয়া হচ্ছে। বিগত এক বছরে যে পরিমাণ নারী ও শিশু নির্যাতিত হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এ নিয়ে দেশের জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ফখরুল বলেন, জিয়াউর রহমান নারীদের মর্যাদা দেয়ার জন্য মহিলা মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় দেশের মেয়েরা লেখাপড়ার দিকে ঝুঁকেছে। সর্বক্ষেত্রে তারা এগিয়ে যাওয়ার ও অধিকার ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছে। নারী দিবসে প্রত্যাশা করব, দেশের সকল নারী গণতন্ত্রের জন্য একজোট হবেন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য সোচ্চার হবেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, তাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করার অঙ্গীকার ব্যক্ত করছি। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পক্ষে ও নারীদের ক্ষমতা আদায়ের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। র‌্যালি শুরুর আগে আরও বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। বক্তব্য শেষে বেলুন উড়িয়ে মির্জা ফখরুল র‌্যালি উদ্বোধন করেন। মহিলা দলের র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে নারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সেøাগানের পাশাপাশি সরকারবিরোধী সেøাগানও দেয়া হয়। নিরাপত্তা রক্ষার স্বার্থে এ সময় নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। ক্রসফায়ারের জন্য শেখ হাসিনাই প্রধান আসামি হবেনÑ রিজভী ॥ ভবিষ্যতে দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হলে ক্রসফায়ারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রধান আসামি হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের দশম কারাবরণ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। আর খালেদা জিয়া ও তারেক রহমানের নাম শুনলে তাঁর বুক ফেটে যায়, তাই তিনি চিৎকার শুরু করেন। আর এ কারণেই তিনি আবোল-তাবোল কথাবার্তা বলছেন। তিনি বলেন, সরকার বিভিন্নভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে, যাতে আমাদের মধ্যে কেউ তাদের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর আস্থা রেখে সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেন তার মন্ত্রীরা সেভাবেই কথা বলছেন। একই ভাষায় কথা বলছেন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও। তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এ মামলা তো আওয়ামী লীগের মামলা, জনগণের মামলা নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ছাত্রদল সভাপতি রাজিব আহসান প্রমুখ।
×