ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা সহদেব চৌহানের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫২, ৯ মার্চ ২০১৬

মুক্তিযোদ্ধা সহদেব চৌহানের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা সহদেব চৌহানের (৭০) চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাঁর দু’টি কিডনিই নষ্ট হওয়ার পথে। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। কিন্তু রোগীর শারীরিক অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। উন্নত চিকিৎসা অব্যাহত রাখা হলে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। রোগীর শারীরিক অবস্থারও দিন দিন অবনতি ঘটছে। স্বাধীনতার পর উপজেলা সমবায় অফিসার পদে চাকরি শেষে প্রায় ১৫ বছর আগে অবসর নিয়েছেন। চাকরি জীবনে সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং অসংখ্য অসহায় মানুষের অনেক উপকার করেছেন। আর এখন টাকার অভাবে তাঁর চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় মুক্তিযোদ্ধা সহদেব চৌহানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা কল্যাণট্রাস্টসহ সকল হৃদয়বান দানশীল ও সমাজের বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর অসহায় পরিবার। চিকিৎসার সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নাম্বারে ০১৮১৯৬৬৩২৭৯ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- সহদেব চৌহান, সোনালী ব্যাংক লি:, ঠাকুরগাঁও প্রধান শাখা, ঠাকুরগাঁও, হিসাব নং ৩৪০৩১৫১৩। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্য প্রার্থীর ব্যাংক একাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্য প্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×