ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা

প্রকাশিত: ০৪:১১, ৯ মার্চ ২০১৬

এবার ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। মঙ্গলবার এনবিআরের সম্মেলনকক্ষে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রণয়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এনবিআর আধুনিকায়ন ও ডিজিটাল পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে এবার ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রাক-বাজেট আলোচনা শুরু হতো এপ্রিল মাস থেকে। এবার আলোচনার সময় এগিয়ে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করা হবে। এনবিআরের এই কর্মকর্তা আরও জানান, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে দেশের সকল জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা হবে। পশ্চাৎপদ অঞ্চলের স্টেকহোল্ডারদের বাজেট বিষয়ে মতামত ও পরামর্শ নেয়া হবে। তিনি জানান, বাজেটে যাতে পশ্চাৎপদ অঞ্চলের মানুষর মতামতের প্রতিফলন ঘটে, সেদিকে নজর রাখা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ হাওড় অঞ্চলের স্টেকহোল্ডারদের প্রাক-বাজেট আলোচনায় ডিজিটাল পদ্ধতিতে সম্পৃক্ত করা হবে। ফিলিপসের চার পরিবেশক নিয়োগ গ্রাহকদের ব্যবহার উপযোগী বৈদ্যুতিক স্বাস্থ্যপণ্য পৌঁছে দিতে নতুন করে চারটি পরিবেশক (ডিলার) নিয়োগ দিয়েছে ফিলিপস ইলেক্ট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। দেশের ২০টি শহরে গ্রাহকদের সেবা দিতে এই নিয়োগ করা হয়েছে। সোমবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফিলিপস ইলেক্ট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় বাপনা। ২০১৫ সালে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে পরিবেশক নিয়োগ শুরু করে ফিলিপস ইলেক্ট্রনিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এর পর নতুন করে আইপিই টেকনোলজিস লিমিটেড, ক্রিস্টাল কর্পোরেশন, মেডিক্যাল ফেয়ার ও বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডকে নিয়োগ দেয়। -বিজ্ঞপ্তি শফিকুর রহমান এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৬তম বোর্ড সভায় শিল্পপতি শফিকুর রহমান টিটু এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম স্টেকহোল্ডার এনএলআই সিকিউরিটিজ বেসরকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। টিটু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। -বিজ্ঞপ্তি
×