ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বাড়ছে

প্রকাশিত: ০৪:১০, ৯ মার্চ ২০১৬

স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে আগের অর্থবছরের তুলনায় স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের নিবন্ধন বেড়েছে। তবে কমেছে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রস্তাব নিবন্ধন। বিনিয়োগ নিবন্ধন বিষয়ক বিনিয়োগ বোর্ডের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৫ সালের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) মোট ৪০২টি শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগের জন্য নিবন্ধন করেছে। এর মধ্যে ৩৭৬টি স্থানীয় এবং ২৬টি বিদেশী। নিবন্ধন নথিতে উল্লেখ করা হয়েছে, এসব শিল্পপ্রতিষ্ঠান মোট ২১ হাজার ৬৯২ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে ৫৬ হাজার ২১৬ জনের কর্মসংস্থান হবে। স্থানীয় ৩৭৬টি শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধনে ২০ হাজার ৫৫৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। বিদেশী ২৬টির নিবন্ধনে বিনিয়োগ প্রস্তাব এসেছে এক হাজার ১৩৮ কোটি ২৪ লাখ টাকার। এর আগের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৩৭২টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়, যারা প্রস্তাব করে ১৪ হাজার ৫৬২ কোটি টাকা বিনিয়োগের। সে সময় স্থানীয় ৩৩২টি শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধনে ১৩ হাজার ৭১৯ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব করা হয়। আর বিদেশী ৪০টির নিবন্ধনে বিনিয়োগ প্রস্তাব ছিল ৮৪৩ কোটি ২০ লাখ টাকার। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী অক্টোবর-ডিসেম্বর সময়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রকৌশল শিল্প খাতে, যা মোট বিনিয়োগ প্রস্তাবের ২৫ দশমিক ৯৮ শতাংশ। এ সময়ে রসায়ন শিল্প খাতে ২২ দশমিক ২৮ শতাংশ, সেবা খাতে ১৫ দশমিক ২২ শতাংশ ও কৃষিভিত্তিক শিল্প খাতে ১৩ দশমিক ৯৮ শতাংশ বিনিয়োগ প্রস্তাব এসেছে। বাকি ২২ দশমিক ৫৪ শতাংশ প্রস্তাব এসেছে বিভিন্ন শিল্প খাতে। কোন শিল্পে বিনিয়োগ করার আগে বিনিয়োগ বোর্ডের নিবন্ধন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই নিবন্ধন নেয়ার পর তা স্থাপনে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি বা সেবা পণ্য আমদানির অনুমোদন পান উদ্যোক্তা। বাটারফ্লাইয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চুক্তি ঢাকায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাস বিল্ডিং-এ ১০৬৪ টি.আর. ক্ষমতাসম্পন্ন বিশ্বখ্যাত এলজি ব্র্যান্ডের ভি.আর.এফ সেন্ট্রাল এসি স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাটারফ্লাই মার্কেটিং লি.-এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গতকাল ৭ মার্চ টঅচ’ঝ বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাটারফ্লাই মার্কেটিং লি.-এর চেয়ারম্যান এম এ মান্নান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রো-ভিসি অধ্যাপক ড. এম আর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ট্রেজারার এয়ার কমোডর (অব) ইসফাক ইলাহী চৌধুরী, এইচভিএসি কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার কিরিটি মিত্র এবং বাটারফ্লাই মার্কেটিং লি.-এর পরিচালক মাহবুব-উর-রহমান সজিব, নির্বাহী পরিচালক মাহবুবুল হক সুফিয়ানী ও ডিজিএম জহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×