ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বাজারেই লেনদেনে শীর্ষে লঙ্কা বাংলা ফিন্যান্স

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:০৭, ৯ মার্চ ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে গেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর দর কমে যাওয়ার কারণে শেয়ার কেনা-বেচা কমে যাওয়াতেই প্রতিনিয়তই লেনদেনে গতি হারাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন রয়েছে আগের দিনের মতোই। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৩০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৬৯ লাখ টাকা বা ১ দশমিক ৫১ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩১০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধি দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, বাংলাদেশ স্টিল রি- রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিএমসি কামাল, সামিট পাওয়ার লিমিটেড, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, আমান ফিড এবং ইফাদ অটোস। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড, অগ্নি সিস্টেম, এশিয়া প্যাসিফিক, আইটিসি, ন্যাশনাল ব্যাংক, নদার্ন জুটস ও এ্যাপেক্স স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিআইএফসি, কে এ্যান্ড কিউ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সামাতা লেদার, আইসিবি এমপ্লয়িজ, বে-লিজিং, বার্জার পেইন্টস, মেট্রো স্পিনিং, আজিজ পাইপস ও গ্রীন ডেল্টা। এদিকে ঢাকার বাজারের মতো মঙ্গলবারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচক বেড়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগের দর বাড়ার কারণে এদিন সিএসই সার্বিক সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২১ পয়েন্টে। সেখানে মোট ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
×