ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবির ইংরেজী বিভাগের পাঠ্যে অসমাপ্ত আত্মজীবনী

প্রকাশিত: ০৩:৫৮, ৯ মার্চ ২০১৬

চবির ইংরেজী বিভাগের পাঠ্যে অসমাপ্ত আত্মজীবনী

চবি সংবাদদাতা ॥ দু’দিন আগেই পার হলো ৭ মার্চ। বাঙালী জাতির ঐতিহাসিক একটি দিন। ওই দিনেই জাতি পেয়েছিল স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনা। মনে মনে বুনেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। যে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর এই ভাষণেই বাঙালী জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধের নির্দেশনা। পরবর্তীতে নয় মাসের যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। তাই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। নতুন প্রজন্মকে আমরা জাতির জনক সম্পর্কে কতটুকু জানাতে পারছি? বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে তাকে নিয়ে হওয়ার কথা গবেষণা, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু জানছে জাতির পিতার বিষয়ে? বিশ্ববিদ্যালয়সমূহের পাঠ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কতটুকুই বা পড়ানো হয়? জাতি হিসেবে এ জায়গাটাতে এখনও আমাদের রয়েছে হতাশা। তবে সবাই স্র্র্রোতে গা ভাসায় না। তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ। এখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর জীবনী পড়ানো হয় পাঠ্য হিসেবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এই বিভাগের শিক্ষার্থীদের পাঠ্য। তারা একাডেমিক পড়াশোনার অংশ হিসেবেই সুযোগ পাচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে জানার। প্রাইভেট ভার্সিটির অবদান কম নয় ॥ নাহিদ রাবি সংবাদদাতা ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কোন পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান। আমরা তাদের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে নতুন প্রজন্মের নেতৃত্বে থাকবে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূল ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুতের খুঁটি চাপায় ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ মার্চ ॥ পলাশবাড়ী উপজেলায় বিদ্যুতের খুঁটি চাপায় তালহা মিয়া (১০) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ফুটানীবাজার ভগবানপুর গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। তালহা মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ফুটানীবাজার (ছোট ভগবানপুর) গ্রামের বর্ডার গার্ড সদস্য আবু তায়েবের ছেলে। সে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। তালহা তার বাবা-মার সঙ্গে রংপুরে ছিল। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণে ছোট ভগবানপুর গ্রামে খুঁটি স্থাপন কাজ চলছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভ্যান থেকে বিদ্যুতের খুঁটি নামানোর কাজ করছিল পল্লী বিদ্যুতের লোকজন। এসময় তালহা তার মার সঙ্গে ফুটানীবাজার থেকে সার নিয়ে বাড়ি ফিরছিল। তালহা ও তার মা ভ্যানের কাছে পৌঁছলে হঠাৎ করে একটি খুঁটি তালহার উপর পড়ে।
×