ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীর কাশেম আলীর রায় বহাল

আনন্দ মিছিল

প্রকাশিত: ০৩:৫৭, ৯ মার্চ ২০১৬

আনন্দ মিছিল

জনকণ্ঠ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর বাহিনীর অন্যতম শীর্ষ নেতা মীর কাশেম আলীর মৃত্যুদ-ের রায় আপীল বিভাগ বহাল রাখায় বিভিন্ন জেলা উপজেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মানিকগঞ্জ ॥ যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মৃত্যুদ-ের রায় বহাল রাখায় তার জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুর ও মানিকগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ। মঙ্গলবার বেলা বারোটার দিকে মীর কাশেম আলীর জন্মস্থান হরিরামপুর উপজেলা পরিষদ চত্ব¡র থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মিলিত হয়। এখানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শামসুদ্দিন আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান। এরপর একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়। বাগেরহাট ॥ আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করেছে বাগেরহাট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে এ ফাঁসির রায় বহাল রাখার খবরের পরপরই শহরের লঞ্চঘাট এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান (ওশান)-এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। ময়মনসিংহ ॥ আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের মুক্তিযোদ্ধা ও জনতা। রায় ঘোষণার পর পরই মঙ্গলবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের দুর্গাবাড়ী রোডে সমাবেশ করে। সমাবেশে অবিলম্বে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান মুক্তিযোদ্ধারা। রাজশাহী ॥ আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে নগরীর কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিললে নেতৃত্ব দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মিছিলে আওয়ামী লীগ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। মিছিল শেষে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বরিশাল ॥ নগরীতে আনন্দ মিছিল করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কিশোরগঞ্জ ॥ আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে টেলিভিশনের পর্দায় ফাঁসির রায় শোনার পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে কমান্ডার আসাদ উল্লাহর নেতৃত্বে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়।
×