ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে কোটি টাকার ভারতীয় স্টিল সামগ্রী জব্দ

প্রকাশিত: ০৩:৫৬, ৯ মার্চ ২০১৬

যশোরে কোটি টাকার ভারতীয় স্টিল সামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা এক ট্রাক ভারতীয় স্টিল সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে অভিযান চালিয়ে এই পণ্যসামগ্রী জব্দ করা হয়। যশোরের ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, অবৈধভাবে ভারত থেকে কারিবাটি, বালতি এবং বিভিন্ন তৈজসপত্র এনে সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে তুলে যশোর অভিমুখে নেয়া হচ্ছিল। এমন খবর পেয়ে যশোর-বেনাপোল মহাসড়কের সদরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করেন। এতে এক কোটি টাকা মূল্যের স্টিল সামগ্রী ছিল। জব্দকৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। চাকরি প্রত্যাশীদের অবস্থান ধর্মঘট ইবিতে ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশীরা চাকরির দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে। তাদের অবস্থান ধর্মঘটের কারণে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। জানা যায়, চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সাথে দেখা করতে যায়। উপাচার্যের কাছে চাকরির আশ্বাস না পেয়ে দুপুর ১২টার দিকে প্রশাসন ভবন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেয় তারা। এদিকে চাকরির দাবি এবং ১১ মার্চ সিন্ডিকেট বন্ধের দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। তাদের অবস্থান ধর্মঘটের কারণে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা উপাচার্য কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। আঁধার ভাঙ্গার শপথ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ মার্চ ॥ নারীদের চলাচলে অবাধ ও সুষ্ঠু পরিবেশ, কুসংস্কার দূর করে নারী-পুরুষের বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ মার্চ রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে গাইবান্ধায় আয়োজন করা হয় আঁধার ভাঙ্গার শপথ ও আলো প্রজ্বলন। পৌর শহীদ মিনার চত্বরে সন্ধ্যা থেকে এই কর্মসূচীকে কেন্দ্র করে চলে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার পাঁচ শতাধিক বিভিন্ন পেশাজীবীর নারী-পুরুষ এই কর্মসূচীতে অংশ নিয়ে শপথগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। রোগীদের চেক বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে আটজনকে মোট চার লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। সোমবার রাতে বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক অনুষ্ঠানে রোগীদের মাঝে চেক তুলে দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন।
×