ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৪ মাসে শিকার ১৩৯ জন

রাজশাহীতে বেড়েছে নারী নির্যাতন

প্রকাশিত: ০৩:৫৬, ৯ মার্চ ২০১৬

রাজশাহীতে বেড়েছে নারী নির্যাতন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে তুলনামূলকভাবে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। গত ১৪ মাসে শুধু রাজশাহীতেই ১৩৯ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রাজশাহী ভিত্তিক বেসরকারী সংস্থা লফসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৪ মাসে নির্যাতিত ১৩৯ নারীর মধ্যে হত্যাকা-ের শিকার হয়েছেন ২৫ জন। নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ৪২ জন। ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছেন ৩১ নারী। এছাড়া ৩০ জন নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। আর নিখোঁজ ও অপহরণ হয়েছেন ১১ জন। লফস মনে করে, রাজশাহী অঞ্চলে আগের যে কোন সময়ের তুলনায় নারী নির্যাতন পরিস্থিতির অবনতি ঘটেছে। সংস্থাটি মনে করে, রাজশাহী অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই যৌতুকের কারণে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এছাড়া পারিবারিক কলহ, পরকীয়া ও প্রেমঘটিত কারণেও নারী হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটছে। গত ১৪ মাসে রাজশাহীতে ১৩৯ নারী নির্যাতনের শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে লফস’র নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন বলেন, পত্রিকায় প্রকাশিত না হওয়া সমাজে অনেক ঘটনা ঘটছে যা নজরেও আসে না। যতটুকু প্রকাশিত হচ্ছে সেই তথ্যেই উদ্বিগ্ন হওয়ার মতো। তিনি বলেন, নারী নির্যাতন পরিস্থিতি উন্নয়নে সকল শ্রেণী ও পেশার মানুষকে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। প্ররোচনাকারীদের বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৮ মার্চ ॥ এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১০টায় ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার তানহার নির্যাতন ও আত্মহননের প্ররোচনাকারীদের বিচারের দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। জানা গেছে, আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা গ্রামের আচার ব্যবসায়ী বেলাল মিয়ার কন্যা আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার তানহা গত মঙ্গলবার দুপুরে চাওড়া লোদা গ্রামের সুজন হাওলাদারের স্ত্রী লাইজু বেগমের বাসায় যায়। ওই দিন প্রতিবেশী লাইজুর মোবাইল ফোন চুরি হয়। বুধবার সকালে লাইজু সোনিয়াকে চোর সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে ডেকে নেয় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর করে। সোনিয়া বাড়ি ফিরে মারধর ও অপমানের ঘটনা মাকে জানায়। মা সুমিতা বেগম কেন তার মেয়েকে মারধর ও অপমান করা হয়েছে এ বিষয় জানতে লাইজুর বাড়িতে যায়। এই ফাঁকে সোনিয়া মোবাইল চুরির ঘটনা বর্ণনা দিয়ে চিরকুট লিখে মিথ্যা অপবাদ সইতে না পেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নর্দান ভার্সিটিতে বসন্ত উৎসব নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটোরিয়ামে ‘বসন্ত উৎসব’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ.ডব্লিউ.এম আব্দুল হক, ট্রেজারার আনোয়ার হোসাইন, ইংরেজী বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সদরুদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার লেঃ কর্নেল একতেদার আহমেদ সিদ্দিকী। -বিজ্ঞপ্তি
×