ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষে লাইটারেজ ডুবি

প্রকাশিত: ০৮:৪৪, ৮ মার্চ ২০১৬

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষে লাইটারেজ ডুবি

বিডিনিউজ ॥ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বড় জাহাজের (মাদার ভেসেল) সংঘর্ষে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে বহির্নোঙ্গরে এ্যালফা এ্যাঙ্করেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম। তিনি বলেন, বহির্নোঙ্গরে ‘সেইন্টি ভ্যালিয়েন্ট’ এবং ‘গ্রেট সিনারি’ নামে দুইটি মাদার ভেসেলের সংঘর্ষে ‘খান সন্স-ওয়ান’ নামের ওই লাইটারেজ জাহাজ ডুবে যায়। এ ঘটনার পর লাইটারেজ জাহাজটির তিন ক্রুকে উদ্ধার করার কথা জানালেও তাতে মোট কতজন ক্রু ছিলেন তা জানাতে পারেননি এই বন্দর কর্মকর্তা। তবে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়েছে ওই জাহাজের চারজন নাবিককে জীবিত উদ্ধার হয়েছে এবং অন্তত আরও ৫ জন নিখোঁজ রয়েছে। ক্যাপ্টেন নাজমুল বলেন, অতিরিক্ত জোয়ারের কারণে দুটি মাদার ভেসেলের নোঙ্গর লাইটারেজ জাহাজটির ওপর পড়ে গিয়ে সেটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×