ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় চিড়িয়াখানার শত কোটি টাকা মূল্যের দু’একর জমি দখলমুক্ত

প্রকাশিত: ০৭:০৫, ৮ মার্চ ২০১৬

জাতীয় চিড়িয়াখানার শত কোটি টাকা মূল্যের দু’একর জমি দখলমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৫২ বছর ধরে বেদখলে থাকা জাতীয় চিড়িয়াখানার শত কোটি টাকা মূল্যের প্রায় দুই একর জমি দখলমুক্ত হয়েছে। ইতিমধ্যে ওই জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সোমবার মিরপুর শাহ আলী থানাধীন বিশিল মৌজায় ওই জমিতে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে। এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডাঃ এস এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জাতীয় চিড়িয়াখানার ১.৮১ একর জমি দীর্ঘদিন যাবত অবৈধ দখলদারদের দখলে ছিল। সম্প্রতি আমরা ওই জমির দখল বুঝে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে দিয়েছি। চিড়িয়াখানার আরও সোয়া ২ একর জমি বেদখল রয়েছে জানিয়ে তা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান কিউরেটর। এদিকে, সোমবার বিকেলে চিড়িয়াখানার উদ্ধার হওয়া জমির বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক নিজেও মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন। মন্ত্রী বলেন, ১৯৬৩ সাল থেকে অবৈধ দখলে থাকা এই জমি অতীতের কোন সরকারই দখলমুক্ত করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ভূমিদস্যুরূপী গডফাদারদের শুধু উচ্ছেদই নয়, তাদের আইনের আওতায়ও এনেছে। মন্ত্রী জানান, উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে যেমন শত কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে তেমনই চিড়িয়াখানার অরক্ষিত হাজার হাজার কোটি টাকার সম্পত্তিও নিরাপত্তার আওতায় এসেছে। উদ্ধারকৃত জমিতে এখন নিরাপত্তাদেয়াল নির্মাণের কাজ চলছে।
×