ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেডের হার, লিভারপুলের জয়

প্রকাশিত: ০৬:০৮, ৮ মার্চ ২০১৬

ইউনাইটেডের হার, লিভারপুলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের ধারায় ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যে কারণে বেশ ফুরফুরে মেজাজে ছিল রেড ডেভিলদের অভিজ্ঞ কোচ লুইস ভ্যান গালও। কিন্তু টানা চার ম্যাচ অপরাজিত থাকার পর আবারও হার দেখতে হলো তার দলের। এবার তুলনামূলকভাবে খর্ব শক্তির দল ওয়েস্টব্রুমউইচের সঙ্গে ১-০ গোলে হার মানল দলটি। আর এই ম্যাচে জোয়ান মাতা লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। রবিবার দ্য হোয়াটহর্নসে আতিথেয়তা নিতে যায় ম্যানইউ। তবে ম্যাচের ২৩ ও ২৬ মিনিটে পর পর দু’বার ফাউল করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখেন স্প্যানিশ তারকা মাতা। আর ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। ম্যানইউকে কোণঠাসা পেয়ে একের পর এক আক্রমণে ব্যস্ত থাকে ওয়েস্টব্রুম। তবে বিরতির আগে কোন দলই গোলের দেখায় পায়নি। বিরতির পর সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে জোশে সালোমন রন্দনের গোলে লিড পায় ওয়েস্টব্রুম। আর এই একটি গোলই জয় নিশ্চিত হয় ওয়েস্টব্রুমউইচের। এই হারের ফলে প্রিমিয়ার লীগে শেষ চারে থাকার আশা প্রায় হারিয়েই ফেলেছে ম্যানইউ। বর্তমানে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ছয়ে রয়েছে দলটি। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি। আর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়া লিভারপুলের অবস্থান সপ্তম। আর বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আছে পয়েন্ট টেবিলের ১০ নাম্বারে। লীগে বাজে অবস্থানে থাকলেও চ্যাম্পিয়ন্স লীগে বেশ ভালই খেলছিল তারা।
×