ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাশরাফিরা ধর্মশালায় আজ যাচ্ছেন জাহানারারা

প্রকাশিত: ০৬:০৭, ৮ মার্চ ২০১৬

মাশরাফিরা ধর্মশালায় আজ যাচ্ছেন জাহানারারা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার রাতে পর্যন্ত মাঠেই থাকতে হয়েছে। এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ছিলেন মাশরাফি বিন মর্তুজারা। অথচ সোমবার রাত হওয়ার আগেই দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে এখন তারা। ভারতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপে অংশ নিতে সোমবার সকালেই ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। ধর্মশালায় বুধবারেই হল্যান্ডের সঙ্গে নামবে বাংলাদেশ। মাশরাফিদের পর আজ ভারতে রওনা হচ্ছে মহিলা ক্রিকেট দলও। পুরুষদের বিশ্বকাপের পাশাপাশি চলবে মেয়েদেরটাও। এ কারণে জাহানারা আলমের নেতৃত্বে ভারত যাচ্ছে বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। টি২০ বিশ্বকাপ আজ থেকেই শুরু হচ্ছে। মাশরাফিদের প্রাথমিক রাউন্ডে খেলার ঝক্কি আছে। খেলে অতিক্রম করতে হবে গ-ি এবং সুপার টেনে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। সেই চ্যালেঞ্জ শুরু আগামীকালই। হল্যান্ডের সঙ্গে খেলার পর ১১ মার্চ আয়ারল্যান্ড এবং ১৩ মার্চ ওমানের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ কারণেই সময় নষ্ট করেনি মাশরাফিবাহিনী। সোমবার সকালেই ভারত চলে গেছে টানা ১২ দিনের এশিয়া কাপ শেষ করে। একই সময়ে চলবে মহিলা বিশ্বকাপ। তবে বাংলাদেশের মেয়ে ক্রিকেটাররা সেভাবে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করতে পারেননি। সর্বশেষ শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোতে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাহানারারা। মিরপুরের একাডেমি, বিকেএসপি হয়ে ফতুল্লায় মহিলা দলের অনুশীলন ক্যাম্প হয়েছে। এবার বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে ১০ ও ১২ মার্চ যথাক্রমে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মেয়েরা। মাশরাফিদের মতো অবশ্য জাহানারাদের প্রাথমিক রাউন্ড খেলার ঝক্কি নেই। সরাসরি মূল পর্বে খেলবে তারা। টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১৫ মার্চ গ্রুপ ‘বি’ থেকে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতীয় মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে দলের কোচ জানাক গামাগে বলেন, ‘দলের প্রস্তুতি অনেক ভাল। আশা করি মেয়েরা ভাল কিছুই করবে।’ উল্লেখ্য, ২০১৪ টি২০ বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা খেলেছিল।
×