ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ আট নিশ্চিতের লড়াই রিয়ালের

প্রকাশিত: ০৬:০৬, ৮ মার্চ ২০১৬

শেষ আট নিশ্চিতের লড়াই রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব এএস রোমা। শেষ আট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে জার্মান ক্লাব উলফসবার্গও। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব জেন্ট। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রোমের স্টাডিও অলিম্পিকোতে অতিথি রিয়াল ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক রোমাকে। ম্যাচে গ্যালাক্টিকোদের হয়ে গোল করেন রোনাল্ডো ও জেসে। ওই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে আসরের সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়নরা। রিয়ালের মতো শেষ আট দেখছে উলফসবার্গও। প্রথম লেগে তারা ৩-২ গোলে হারায় স্বাগতিক বেলজিয়ামের জেন্টকে। উলফসবার্গের হয়ে জোড়া গোল করেন জুলিয়ান ড্রাক্সলার। অপর গোলটি করেন ম্যাক্স ক্রুস। কোন অঘটন না ঘটলে তাই এবারের মৌসুমে প্রথম দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার অপেক্ষায় রিয়াল ও উলফসবার্গ। নিদারুণ দুঃসময় অতিবাহিত করছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজে তেমন আহামারি পারফর্মেন্স প্রদর্শন করতে পারছিলেন না। যে কারণে ব্যর্থ হচ্ছে তার দল রিয়াল মাদ্রিদও। তার ওপর সতীর্থদের নিয়ে বিরূপ মন্তব্য করে ফেঁসে যান সি আর সেভেন। এমন সময় সাক্ষাতকারে রিয়ালের পর্তুগীজ তারকা স্বীকার করেছেন, তারা কঠিন একটি মৌসুম অতিবাহিত করছেন। তবে দিন কয়েক আগে রোনাল্ডো ও রিয়াল স্বরূপে ফিরেছে। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের সাত গোলের জয়ে সি আর সেভেন করেন রেকর্ড গড়া চার গোল। এরপরও শিরোপা স্বপ্ন অনেক দূরে। তবে এখনও চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে আশাবাদের কথা শুনিয়েছেন সাবেক তিনবারের ফিফা সেরা তারকা। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৯ গোল করা রোনাল্ডো মনে করেন, লীগ শিরোপা জয়ের পথ থেকে তার দল অনেকটাই দূরে চলে গেছে। এখন চ্যাম্পিয়ন্স লীগই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। রোনাল্ডো সাক্ষাতকারে বলেন, আমরা এখনও চ্যাম্পিয়ন্স লীগে আছি। ক্লাবের সঙ্গে যুক্ত সবাইকেই এই প্রতিযোগিতাটি প্রেরণা দেয়। বিশেষ করে, আমাদের মতো এত বেশি শিরোপা ইউরোপিয়ান কাপে আর কারও নেই। তিনি আরও বলেন, সবকিছু হারিয়ে যায়নি। তবে সি আর সেভেন স্বীকার করেন তাদের দুঃসময়ের কথা। বলেন, আমরা কঠিন একটা মৌসুম পার করছি। লীগ এবং কাপ থেকে অনেকটাই দূরে সরে গেছি। তবে চ্যাম্পিয়ন্স লীগে আমরা ভালভাবেই আছি। আশা করছি জিনেদিন জিদানের অধীনে আমরা ভাল করবে। রোমার মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম পর্বে ২-০ গোলে জিতে আসে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ ১০ শিরোপা জেতা রিয়াল। দ্বিতীয় লেগের ম্যাচটি নিয়ে তাই ভাবনা গ্যালাক্টিকোদের। কোচ জিনেদিন জিদানও ইউরোপ সেরার লড়াইয়ে ভাল করার স্বপ্ন বুনছেন।
×