ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

আলো থাকবে তাদের ওপর

প্রকাশিত: ০৬:০৫, ৮ মার্চ ২০১৬

আলো থাকবে তাদের ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে বসেছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরমেট টি২০’র বিশ্বশ্রেষ্ঠত্বের লড়াই। যেখানে মাঠ মাতাবেন বিশ্বের তাবত সব ক্রিকেটার। যাদের ওপর আলো থাকবে তাদের অগ্রভাগে থাকছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল, প্রোটিয়া উইলোবাজ এবি ডি ভিলিয়ার্স। এছাড়া বিশেষ দৃষ্টি থাকছে স্বাগতিক ভারতীয় তারকা বিরাট কোহলি, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির ও বাংলাদেশী হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের ওপর। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ॥ টি২০ ক্রিকেটের বড় তারকা হিসেবে প্রথমেই যার কথা মনে পড়বে, তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের মারমুখী ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু সম্প্রতি সবসময়ই খেলার বাইরের বিতর্কিত জীবনযাপনই তাকে বেশি আলোচনায় এনেছে। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লীগে একজন অস্ট্রেলিয়ান মহিলা রিপোর্টারের সঙ্গে অশোভন কথা বলায় এই জ্যামাইকানের ৭ হাজার ডলার জরিমানা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি প্রায়ই সমালোচনার জন্ম দিয়েছেন। জানুয়ারিতে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র ১২ বলে ৫০ হাঁকিয়ে টি২০ ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়েছেন। তার দল ওয়েস্ট ইন্ডিজ সেভাবে আলোচনায় না থাকলেও টি২০ বিশ্বকাপে ভঙ্কর গেইলের উইলোবাজি দেখতে মুখিয়ে অগণিত ভক্ত। বিরাট কোহলি (ভারত) ॥ ১৫ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যখন বিশ্বকাপ মিশন শুরু করবে তখন পুরো লাইমলাইটই থাকবে দলের সহ-অধিনায়ক ও দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির ওপর। স্বাগতিক হিসেবে প্রথমবারের মতো (সর্বোপরি দ্বিতীয়) টি২০ বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে সবাই তাকিয়ে থাকবে কোহলির ব্যাটের দিকে। ২৭ বছর বয়সী আগ্রাসী এই ব্যাটসম্যানের আত্মবিশ্বাস অনেক সময়ই দলকে ম্যাচজয়ী ইনিংস উপহার দিয়েছে। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দলকে শিরোপা উপহার দিয়েছেন। তার অপরাজিত ৪১ রানের ওপর ভর করেই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় করে ভারত। মোহাম্মদ আমির (পাকিস্তান) ॥ স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে প্রথমবারের মতো কোন আইসিসি ইভেন্টে ফিরতে যাচ্ছেন পাকিস্তনী বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই বিশ্বকাপে তিনি দলের অপরিহার্য সদস্যে পরিণত হয়েছেন। ২৩ বছর বয়সী এই তরুণকে ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিশীল পেসার হিসেবে মানা হচ্ছে। যদিও ভারতের মাটিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কতটা সামলে উঠতে পারেন আমির সেটাই এখন দেখার বিষয়। এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ॥ ‘সুপারম্যান’ নামে খ্যাত সব ধরনের ফর্মেটে বিধ্বংসী এই ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ভারতের মাটিতে আইপিএল এ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১৬ বলে দ্রুততম হাফসেঞ্চুরি, ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি, ৬৪ বলে দ্রুততম ১৫০ রানের মালিক ডি ভিলিয়ার্স একাই। ফেব্রুয়ারিতে জোহানেসবার্গে মাত্র ২১ বলে টি২০তে দ্রুততম হাফসেঞ্চুরিও তুলে নিয়েছিলেন। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বলে করা ম্যাচজয়ী ৭১ রানের ইনিংসে সিরিজ জয়ও নিশ্চিত হয়েছিল। অবশ্যই আলো থাকবে ‘ড্যাশিং’ এই ব্যাটসম্যানের ওপর। সাব্বির রহমান (বাংলাদেশ) ॥ রঙিন পোশাকে বাংলাদেশের সময়ের সেরা দুই পারফর্মার মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান। পেসার মুস্তাফিজকে কিছুটা ছন্দহীন করেছে সাইড স্ট্রেইন ইনজুরি। যদিও দলের সঙ্গেই আছেন তিনি। তবে এবারের টি২০ বিশ্বকাপে বিশেষ দৃষ্টি থাকবে সাব্বির রহমানের ওপর। ছোট্ট ফরমেটে ক্রমশ বোলারদের যমদূত হয়ে উঠেছেন টাইগার ব্যাটসম্যান। সদ্যসমাপ্ত এশিয়া কাপে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন। এক হাফসেঞ্চুরিতে মূল লড়াইয়ে থাকা দলগুলোর মধ্যে সর্বোচ্চ ১৭৬ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কার বগলদাবা করেছেন ২৪ বছর বয়সী উইলোবাজ। ফলে ৪৪ ধাপ এগিয়ে আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ারসেরা ২০তম স্থানে উঠে এসেছেন ডানহাতি সাব্বির!
×