ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাওয়ার দুই বছর পূর্তি

নিখোঁজ মালয়েশীয় প্লেনটির রহস্য এখনও খুঁজে চলেছেন যিনি

প্রকাশিত: ০৬:০২, ৮ মার্চ ২০১৬

নিখোঁজ মালয়েশীয় প্লেনটির রহস্য এখনও খুঁজে চলেছেন যিনি

দুই বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০-এর তল্লাশি অভিযানে জড়িত জাহাজগুলো ভারত মহাসাগরের কয়েক হাজার মাইল খুঁজে দেখেছে। কিন্তু এত মাসের অভিযানের ফলাফলের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক অগ্রগতি এসেছে একজনের ব্যক্তিগত অনুসন্ধান থেকে। তিনি মোজাম্বিকের জনবসতিহীন বালুকাময় এক দ্বীপ থেকে তিন কোনা একটি টুকরা খুঁজে পেয়েছেন। যদি নিশ্চিত হওয়া যায় যে, এই টুকরাটি ফ্লাইট ৩৭০-এর, তাহলে বোয়িং ৭৭৭ বিমানের কী হয়েছিল, তার ছোট সুনির্দিষ্ট প্রমাণ হবে এটি। বিমানটি ২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সিয়াটলের আইনজীবী ব্লাইন এলান গিবসনও জানতে আগ্রহী হয়ে ওঠেন যে, বিমানটির ভাগ্যে কী ঘটেছিল। বিমান নিখোঁজের প্রথমবার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং বিমানের নিখোঁজ যাত্রীদের আত্মীয়স্বজনের সঙ্গেও কথা বলেন। এরপরই গিবসন সিদ্ধান্ত নেন, তিনি ব্যক্তিগতভাবে অনুসন্ধান চালাবেন। তিনি বলেন, আমি এ রহস্য সমাধানে আগ্রহী হয়ে উঠি এবং প্রায় দুই বছর ধরে এ পরিবারগুলো দুঃসহ কষ্টভোগ করছেন, তারা কিছুটা হলেও সান্ত¡না পাবেন। গিবসন বলেন, আমার প্রচুর অর্থ ও সময় ছিল, তাই আসলে কী হয়েছিল, সে সম্পর্কে একটা ধারণা পেতে আমি কিছু জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেই। এ অভিযানে প্রথমে তিনি মিয়ানমার যান আন্দামান সাগরে পাওয়া ধ্বংসাবশেষ দেখতে এবং স্থানীয় রাডারের সক্ষমতা পরীক্ষা করতে। এরপর তিনি মালদ্বীপে যান ওই সব লোকজনের সঙ্গে কথা বলতে, যারা ওই দিন বিমানটি অনেক নিচু দিয়ে উড়ে গিয়েছিল বলে দাবি করেছিলেন। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস
×