ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাসেলসে শরণার্থী সঙ্কট নিয়ে ইইউর শীর্ষ বৈঠক

মানবপাচার রোধে ন্যাটোর নয়া মিশন

প্রকাশিত: ০৬:০১, ৮ মার্চ ২০১৬

মানবপাচার রোধে ন্যাটোর নয়া মিশন

তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধউত্তর ইউরোপের সবচেয়ে মারাত্মক শরণার্থী সঙ্কট মোকাবেলায় ব্রাসেলসে সোমবার এক জরুরী শীর্ষ বৈঠকে বসেছেন। অভিবাসীদের পুনর্বাসন ও তাদের আগমন স্রোত ঠেকানোর জন্য তুরস্ককে তিন শ’ কোটি ইইউ ডলার (২৩০ কোটি পাউন্ড, ৩৩০ কোটি ডলার) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। গত বছর ১০ লাখের বেশি অভিবাসী সাগরপথে অবৈধভাবে ইইউর দেশগুলোতে প্রবেশ করেছে। এরা প্রধানত তুরস্ক হয়ে গ্রীস পৌঁছেছে। ইইউর দেশগুলো অভিবাসী প্রবেশে কড়াকড়ি আরোপ করলে প্রায় ১৩ হাজার শরণার্থী মেসিডোনিয়া সংলগ্ন গ্রীসের সীমান্তে আটকা পড়ে। খবর বিবিসি ও এএফপির। ন্যাটো এজিয়ান সাগরে তুর্কী ও গ্রীক জলপথে মানব পাচার রোধে সাগরে নৌমিশন সম্প্রসারণ করছে। তারা এ অঞ্চলে ইইউর সীমান্ত প্রতিষ্ঠান ফ্রন্টেক্সয়ের সঙ্গে এর কর্মকা-ও বৃদ্ধি করবে। যুক্তরাজ্য ঘোষণা করেছে যে, এ অঞ্চলে জার্মানি, কানাডা, তুরস্ক ও গ্রীস থেকে উভচর জাহাজ আরএফএ মাউন্টস বে নৌমিশনে যোগ দেবে। অভিবাসীরা তুরস্ক থেকে গ্রীস পৌঁছানোর জন্য ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা এখনও অব্যাহত রেখেছে। এ অভিবাসীদের অনেকেই সিরিয়া ও ইরাকের রণাঙ্গন এলাকা থেকে আসছে। রবিবার সাগরে শরণার্থী বোঝাই একটি নৌকা উল্টে গিয়ে ২৫ জন প্রাণ হারায়। এরই সঙ্গে আবার প্রাণহানির সঙ্কট দেখা দিয়েছে। নৌকাডুবিতে এ মৃত্যুর ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইইউ নেতারা সঙ্কট সমাধানে এক শীর্ষ বৈঠকে বসেছেন। ইইউ রাষ্ট্রগুলো শরণার্থী সঙ্কটের প্রতি সাড়া দেয়ার ব্যাপারে ভিন্ন অবস্থানে রয়েছে। সেøাভাকিয়ায় শনিবার অভিবাসন বিরোধী দলগুলো নির্বাচনে জয়লাভ করেছে। জার্মান চ্যান্সেলর এ্যঙ্গেলা মেরকেল ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে শীর্ষ বৈঠকের প্রস্তুতির জন্য রবিবার ব্রাসেলসে তুর্কি দূতাবাসে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর সঙ্গে সাক্ষাত করেন। যে অভিবাসীরা আশ্রয় পাবার যোগ্য নয় এ রকম কয়েক হাজার শরণার্থীকে ফেরত পাঠানোর জন্য শীর্ষ বৈঠকে তুরস্কের প্রতি ২৮টি ইইউ দেশ আহ্বান জানাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক গত সপ্তাহে বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তাকে বলেছেন যে তার দেশ তুর্কি জলসীমায় আটক সকল অভিবাসীকে ফেরত পাঠাতে প্রস্তুত। প্রতিদিন দুই হাজারের বেশি শরণার্থী তুরস্ক থেকে গ্রীস আসছে। তাদের লক্ষ্য উত্তরাঞ্চলের ধনী ইইউ দেশগুলোতে পৌঁছানো। ইইউ’র নির্বহী পরিষদ ইউরোপীয় কমিশন এক রিপোর্টে বলেছে, ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে এক হাজার নয়শ’ ৪৩ জন অভিবাসী গ্রীসে পৌঁছেছে। রিপোর্টে আরও বলা হয়, এ অভিবাসীদের মধ্যে প্রায় অর্ধেক যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নয়। তারা এসেছে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ইরান ও উত্তর আফ্রিকা থেকে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও শীর্ষ বৈঠকের উদ্যোক্তা ডোনাল্ড টাস্ক আমন্ত্রণপত্রে বলেছেন, যে সকল অর্থনৈতিক অভিবাসী শরণার্থী হিসেবে শর্তপূরণে সক্ষম নয় গ্রীস থেকে ব্যাপক সংখ্যায় তাদের ফেরত নেয়ার ব্যাপারে তুরস্কের চুক্তি স্বাক্ষরের ওপর নির্ভর করে শীর্ষ বৈঠকের সফলতা। টাস্ক বৃহস্পতিবার আঙ্কারায় দাভুতোগলুর সঙ্গে এ ধারণা উত্থাপনের সময় বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাচারকারীদের ব্যবসা ভেঙ্গে পড়বে। টাস্ক তার চিঠিতে বলেন, অভিবাসন সঙ্কট শুরু হবার পর এই প্রথম আমি দেখতে পাচ্ছি, ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছে। ব্রাসেলসে দাভুতোগলুর সঙ্গে দুপুরের ভোজসভার পর ইইউ নেতারা পরস্পরের সঙ্গে আলোচনা করবেন। ইইউ বলেছে, নবেম্বরে গৃহীত একটি সহযোগিতামূলক সাহায্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে তুরস্ক। কিন্তু তিনি বলেন, এখনও অনেক মানুষ তুরস্ক থেকে গ্রীসে পৌঁছেছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে সাংবাদিকদের বলেন, তার প্রত্যাশা তুরস্ক শীর্ষ বৈঠকে তৃতীয় দেশের নাগরিকদের এবং অর্থনৈতিক অভিবাসীদের শীঘ্র পুনর্প্রবেশে সম্মত হবে। সংশ্লিষ্ট তৃতীয় দেশগুলোর সঙ্গে পুনর্প্রবেশ চুক্তি বিষয়ে দ্রুত আলোচনা ও স্বাক্ষরের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানানো হয়েছে কমিশনের রিপোর্টে। এ চুক্তির পর অর্থনৈতিক অভিবাসীদের তুরস্ক থেকে ফেরত দেয়া হবে।
×