ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাছ চাপায় চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ৮ মার্চ ২০১৬

গাছ চাপায় চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু আর নেই। সোমবার গাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। জানা যায়, মিঠু দুপুরের ধানম-ির নিজের বাসা থেকে রিকশাযোগে বের হলে আকস্মিক একটি গাছ ভেঙ্গে মিঠুর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা শোক জানিয়েছেন। চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার সঙ্গে সুখের দাম্পত্য জীবনে আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণা নামে সন্তানের জনক ছিলেন তিনি। ধানম-ি থানার ওসি নূর এ আজম মিয়া জানান, সোমবার দুপুরে চার নম্বর সড়ক দিয়ে রিকশায় করে যাওয়ার সময় রাস্তার পাশের একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে খালিদ মাহমুদ মিঠুর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, রবিবার ঝড়-বৃষ্টির কারণে গাছটির গোড়া নরম হওয়ায় তা পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বাদ জোহর তার ধানম-ির বাসভবনে (বাড়ি ৩৬/১, সড়ক ৪) পারিবারিক সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়। দাফন ও শ্রদ্ধানুষ্ঠানের বিষয়ে গ্যালারি চিত্রকের পরিচালক চিত্রশিল্পী মনিরুজ্জামান বলেন, তার ছেলে আর্য শ্রেষ্ঠ যুক্তরাজ্যে রয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সে দেশে ফিরবেন। এরপর আগামীকাল ৯ মার্চ সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবে। এরপর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চিত্রশিল্পীরা শ্রদ্ধা জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে এফডিসি প্রাঙ্গণে। সেখানে চলচ্চিত্র অঙ্গণের শ্রদ্ধায় সিক্ত হবেন তিনি। এরপর চ্যানেল আই ভবনেও শ্রদ্ধা জানানো হবে। দুই জায়গায় তার আরও দুটি জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর বনানী কবরস্থানে বাবার কবরে পাশে সমাহিত হবেন মিঠু। প্রসঙ্গত, খালিদ মাহমুদ মিঠু দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী। ১৯৬০ সালে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ পাস করেন। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীনে শব্দ’ মুক্তি পায় ২০১০ সালের ২৬ মার্চ। প্রথম চলচ্চিত্রই তাকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির সম্মান এনে দিয়েছিল। ওই বছরই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পরিচালকসহ চার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এই অসামান্য সাফল্যের কারণে খালিদ মাহমুদ মিঠুকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে বেঙ্গল শিল্পালয়। এছাড়া তার আরেক চলচ্চিত্র ‘জোনাকির আলো’ সুধি মহলে প্রশংসিত হয়। ছবি আঁকা, চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি খালিদ মাহমুদ মিঠু কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে একটি বইও লিখেছেন।
×