ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ছয় শিশু শিক্ষার্থী নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক

প্রকাশিত: ০৫:৫৯, ৮ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে ছয় শিশু শিক্ষার্থী নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৭ মার্চ ॥ রাতের আঁধারে ছয় শিশু শিক্ষার্থী নিয়ে মোঃ হোসাইন ওরফে জসিম নামে এক মাদ্রাসা শিক্ষকের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাকরিচ্যুতির সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীদের তুলে নেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীরা একই গ্রামের রহমানিয়া তালিমুল কোরান কওমী মাদ্রাসার হেফজুখানার ছাত্র। অভিযুক্ত শিক্ষকের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায়। তিনি লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলাম জানান, তাদের মাদ্রাসায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৫ শিক্ষার্থী মাদ্রাসা হোস্টেলে (আবাসিক) থেকে পড়ালেখা করছিল। রবিবার রাত দুইটার দিকে হোস্টেলে থাকা আট শিক্ষার্থীকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে পালিয়ে যায় মাদ্রাসা শিক্ষক হোসাইন। ঘটনার সময় গেটের শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন তিনি। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। তবে এর আগেই হোসাইন ৬ শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যায়। পরে সোমবার ভোরে দুই শিক্ষার্থীকে রাস্তার পাশে পেয়েছেন দাবি করে একই গ্রামের জসিম উদ্দিন নামে এক সিএনজি অটোরিক্সা চালক মাদ্রাসায় নিয়ে আসলে এলাকাবাসী তাকে আটক করে। চন্দ্রগঞ্জ থানার এএসআই মাসুদুর রহমান জানান, ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাদের কাছে সৌপর্দ করেছে। এ ঘটনায় জড়িত মাদ্রাসা শিক্ষককে আটক ও শিশু শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।
×