ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫ কর্মকর্তা আটক

কালিয়াকৈরে নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৮, ৮ মার্চ ২০১৬

কালিয়াকৈরে নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ মার্চ ॥ গাজীপুুরের কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার দুদিন পর এক গার্মেন্টস কর্মীর লাশ সোমবার সন্ধ্যায় কারখানার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ডিজিএমসহ ৫ কর্মকর্তাকে থানায় নিয়ে গেছে পুলিশ। নিহতের নাম দীপক সাহা (৩২)। সে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার দেবব্রত সাহার ছেলে এবং স্থানীয় পল্লীবিদ্যুত এলাকার ইন্টার স্টপ এ্যাপারেল্স কারখানার কোয়ালিটি সেকশনের কর্মী। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, কারখানার কোয়ালিটি সেকশনের কর্মী দীপক সাহা স্থানীয় কাঁঠালিয়ারচালায় ভাড়া বাসায় থাকত। সে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে শনিবার রাতে কারখানায় প্রবেশ করে। পরদিন সকালে কারখানা ছুটির পর সে আর বাসায় ফেরেনি। ছেলে নিখোঁজ হওয়ায় তার বাবা কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে নিখোঁজ দীপক সাহার লাশ কারখানার ভেতর পাওয়া গেছে- এমন খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিক অসন্তোষের কারণে দুপুরের দিকে কারখানা এলাকায় সাঁজোয়াযানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে নিখোঁজ দীপক সাহার বোন দেবী রানী সাহা কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে সন্ধ্যায় কারখানা ছুটির পর পুলিশ কারখানার ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। রাত পৌনে ৮টার দিকে পুলিশ কারখানার নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য তৈরি করা একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ পুলিশ শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের ঠোঁট, কনুই ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
×