ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ মাসের শিশু হিমুর হার্টে ছিদ্র, চিকিৎসায় এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৫০, ৮ মার্চ ২০১৬

পাঁচ মাসের শিশু হিমুর হার্টে ছিদ্র, চিকিৎসায় এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ মাসের শিশু হিমুকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার আন্ধারকোঠা-পাড়া গ্রামের হতদরিদ্র তাঁত শ্রমিক আলামিনের নিষ্পাপ শিশুপুত্র হিমু’র জীবন প্রদীপ অর্থাভাবে নিভে যেতে বসেছে। বর্তমানে সে স্থানীয় এক চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক বলেছেন, শিশু হিমুর হার্টে ছিদ্র দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তাকে অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু হতদরিদ্র তাঁত শ্রমিক আলামিনের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয়। ইতোমধ্যে শিশুটির চিকিৎসার ব্যয় বহন করতে ধারদেনা করতে হয়েছে তাকে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। ছেলের চিকিৎসা করাতে না পেরে ডুকরে ডুকরে কাঁদছে শিশুটির পিতামাতা। এমতাবস্থায় শিশুটির মা হেনা খাতুন ও বাবা আলামিন শিশুটির চিকিৎসায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন। শিশুটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইলে (০১৭২২৩৭৮৪৬১-বিকাশ )। আর সাহায্য পাঠাতে পারেন এই সঞ্চয়ী হিসাব নম্বরেও (মোঃ মামুন বিশ্বাস, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, শাহজাদপুর শাখা, এ্যাকাউন্ট নম্বর-১৫৭.১০১.১৬৮৮৮)। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×