ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাছাইপর্বে কাল বাংলাদেশের প্রতিপক্ষ হল্যান্ড

প্রকাশিত: ০৫:৪৮, ৮ মার্চ ২০১৬

বাছাইপর্বে কাল বাংলাদেশের প্রতিপক্ষ হল্যান্ড

মিথুন আশরাফ ॥ এক, দুই, তিন, চার-টি২০ ক্রিকেট বিশ্বকাপ চার ধাপে আয়োজিত হবে। প্রথম ধাপ হচ্ছে, ‘প্রথম রাউন্ড’। দ্বিতীয় ধাপ হচ্ছে, ‘সুপার টেন’ রাউন্ড। তৃতীয় ধাপ হচ্ছে, ‘সেমিফাইনাল’। চতুর্থ ধাপ হচ্ছে, ‘ফাইনাল’। জিম্বাবুইয়ে-হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে প্রথম রাউন্ড শুরু হচ্ছে আজ। যে রাউন্ডকে বলা হচ্ছে আবার বাছাইপর্বও। এ রাউন্ডে যে টি২০ র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের কেউ নেই। এ রাউন্ড দিয়ে ভারতে টি২০ বিশ্বকাপও শুরু হয়ে যাচ্ছে আজ। যেটি ষষ্ঠ আসর। প্রথম রাউন্ডে দুই গ্রুপে খেলা হবে। প্রতি গ্রুপে চারটি করে দল অংশ নেবে। দুই গ্রুপে একটি করে দুটি টেস্ট খেলুড়ে দলও অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশসহ আয়ারল্যান্ড, হল্যান্ড ও ওমান। গ্রুপ ‘বি’ তে আছে জিম্বাবুইয়েসহ আফগানিস্তান, হংকং ও স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের খেলা হবে নাগপুরে। আর ‘এ’ গ্রুপের খেলা হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। একদিন বিরতি দিয়ে একেক গ্রুপের খেলা হবে। আজ ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ হবে। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় জিম্বাবুইয়ে ও হংকং মুখোমুখি হবে। রাত ৮টায় আফগানিস্তান ও স্কটল্যান্ড লড়াই করবে। ‘এ’ গ্রুপের খেলা শুরু হবে বুধবার। সেদিন দুপুর সাড়ে তিনটায় বাংলাদেশের প্রতিপক্ষ দল হচ্ছে হল্যান্ড। রাত আটটায় আরেকটি ম্যাচ হবে। যেটিতে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে ওমান। দুই গ্রুপ থেকে একটি করে দুটি দল উঠবে সুপার টেনে। প্রতি দল পরস্পরের বিপক্ষে লড়াই করবে। পয়েন্ট তালিকায় যে দুটি দল দুই গ্রুপ থেকে শীর্ষে থাকবে, তারাই সুপার টেনে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। সবার দৃষ্টি আসলে ‘এ’ গ্রুপের দিকেই থাকবে। এই গ্রুপে যে আছে বাংলাদেশ। বুধবার হল্যান্ডের বিপক্ষে লড়াই শেষে শুক্রবার আয়ারল্যান্ডের সঙ্গে রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে ওমান। ১৩ মার্চ রাত আটটায় এ দুই দল পরস্পরের সঙ্গে লড়াই করবে। ‘এ’ গ্রুপ থেকে যে বাংলাদেশ সুপার টেনে যাবে, তা অনুমিতই। কোন অঘটন না ঘটলেই এখন হয়। ‘বি’ গ্রুপে দুই দলের দিকে দৃষ্টি আছে সবার। একদল, আফগানিস্তান। আরেকদল, জিম্বাবুইয়ে। বিশ্বকাপের আগে জিম্বাবুইয়ের সঙ্গে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলে দুটিতেই জিতে আফগানিস্তান। আর এখন পর্যন্ত জিম্বাবুইয়ের বিপক্ষে চার টি২০ খেলে আফগানিস্তান। সবকটিতে আফগানদের জয় হয়। এ জন্য স্কটল্যান্ড, হংকং ও জিম্বাবুইয়েকে পেছনে রেখে আফগানদের আগেও রাখা হচ্ছে। এখন দেখা যাক, আফগানিস্তান সুপার টেনে উঠতে পারে কি না। প্রথম রাউন্ড থেকে যে দুটি দলই সুপার টেনে উঠুক, খেলতে হবে সেরা দলগুলোর সঙ্গেই। প্রথম রাউন্ড শেষে ১৫ মার্চ স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া সুপার টেনে আগে থেকেই টি২০’র সেরা আটদল ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া আছে। সুপার টেনেও থাকবে দুটি গ্রুপ। গ্রুপ-১ আর গ্রুপ-২। গ্রুপ-১-এ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আগে থেকেই আছে। এই গ্রুপে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দল যুক্ত হবে। আর গ্রুপ-২-এ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান আছে। এই গ্রুপে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল যুক্ত হবে। সুপার টেনে দুই গ্রুপে ৫টি করে মোট ১০টি দল থাকবে। দুই গ্রুপের প্রতি দলের সঙ্গে প্রতি দলেরই খেলা হবে। একেক দলের মোট চারটি করে ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। দুই গ্রুপে পয়েন্ট তালিকায় যে দুইটি দল শীর্ষে থাকবে, তারাই সেমিফাইনালে খেলবে। যদি পাকিস্তান সেমিফাইনালে উঠে, তাহলে তাদের ম্যাচ হবে নয়াদিল্লীতে। সেটি গ্রুপ সেরা হোক আর দ্বিতীয় হয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করুণ পাকিস্তান। তাদের খেলা নিরাপত্তার কারণে হবে নয়াদিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামেই। সুপার টেনে গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২৮ মার্চ। এরপর ৩০ মার্চ দিল্লীতে ও ৩১ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। সেমিফাইনালের বিজয়ী দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল হবে ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে। সেদিনই পর্দা নামবে টি২০ বিশ্বকাপের। এবার বিশ্বকাপে শিরোপা জেতার দাবিদার ভারতই। একেত স্বাগতিক দল। দ্বিতীয়ত দলটি টি২০’র এ মুহূর্তে সেরা দল। কোন দলই তাদের সামনে পাত্তা পাচ্ছে না। ২০০৭ সালে যে প্রথমবার টি২০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হয়, সেই আসরেই একবার চ্যাম্পিয়ন হয় ভারত। এবার তো নিজেদের মাটিতেই খেলা। প্রথমবার ভারতের মাটিতে হচ্ছে টি২০ বিশ্বকাপ। ক্রিকেট পাগল জাতিকে এবার ভারত আরেকটি শিরোপা উপহার দিতে পারে কি না সেইদিকেই সবার নজর থাকছে। নাকি অন্য কোন দল শিরোপা ভারত থেকে নিয়ে যায়, সেই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। প্রতিবারই যে নতুন নতুন দল হচ্ছে চ্যাম্পিয়ন। সঙ্গে স্বাগতিক দল যে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখন পর্যন্ত নেই। আগের পাঁচ আসরে তাই দেখা গেছে। ২০০৭ সালে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৯ সালে ইংল্যান্ডে হওয়া দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে হওয়া তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০১২ সালে শ্রীলঙ্কায় হওয়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জিতে। আর ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্বকাপে শিরোপা ঘরে তুলে শ্রীলঙ্কা। এবার ভারতের সঙ্গে শিরোপা জেতার তালিকায় আছে দক্ষিণ আফ্রিকাও। দলটি টি২০তে শক্তিশালী। টি২০তে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দলও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকেও রেস থেকে ছেঁটে ফেললে চলবে না। তবে উপমহাদেশের উইকেটে খেলা। তাই র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দল অসিদের শিরোপার তালিকায় ধরা হচ্ছে না। তবে ওয়েস্ট ইন্ডিজ এর আগেও এশিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ জিতেছে। তাই এবারও তাদের দিকেও নজর থাকছে। টি২০ বিশ্বকাপের ফেরিওয়ালাদের ভিড় যে ক্যারিবীয় দলটিতে। তবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজে বলছেন, ‘টি২০ বিশ্বকাপে ভারতই ফেবারিট।’ সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাও যখন ভারতের শিরোপা জেতার আশার কথা বলেন, তখন ভারত দলকে ঘিরেই সবার প্রত্যাশার বেলুন উড়তে থাকাটাই স্বাভাবিক। দেখা যাক, শেষপর্যন্ত কী হয়। ২৭ দিনের বিশ্বকাপে কে জিতে শিরোপা। তবে আজ থেকেই সেই ক্ষণ গণনা শুরু হয়ে যাচ্ছে। টি২০ বিশ্বকাপ যে শুরু হয়ে যাচ্ছে আজ।
×