ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কনভেনশন সিটিতে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উদযাপন

প্রকাশিত: ০৪:৩৬, ৮ মার্চ ২০১৬

কনভেনশন সিটিতে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উদযাপন

ইউনিলিভার বাংলাদেশের ওরাল কেয়ার ব্র্যান্ড পেপসোডেন্টের সহযোগিতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে রবিবার উদ্যাপিত হলো ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০১৬’। সারাদেশের দুই হাজারেরও বেশি ডেন্টিস্টের অংশগ্রহণে সকাল ৮টায় র‌্যালির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’-এর কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. হুমায়ূন কবির বুলবুল, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। এছাড়া ইউনিলিভার বাংলাদেশের হেড অব রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট পুলক বড়ুয়ার বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক সেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। ওরাল হেলথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং পেপসোডেন্ট একসঙ্গে বহু বছর ধরে কাজ করে আসছে। -বিজ্ঞপ্তি গরমে স্বস্তি আনে চৈত্র আসতে আরও এক সপ্তাহ বাকি। তারপরও ফাল্গুনের প্রচ- গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। গরমে খানিকটা সময় স্বস্তি দিতে তৃষ্ণার্ত মানুষের সেবায় ‘কুলফি মালাই’ নিয়ে নগরীর পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আবুল হাসেম মিয়া। দুধ-চিনি ও বরফ মিশ্রিত কুলফি মালাই গরমে অনেকটাই স্বস্তিদায়ক। রাজধানীর স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। সস্তায় পুষ্টি বেঁচে থাকার তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনিই জীবনের অংশ হয়ে গেছে তাদের। সাধ থাকলেও সাধ্য হয় না অনেক কিছু খাওয়ার। সেখানে পুষ্টি নিয়ে ভাবার অবকাশ কোথায়! তাই ভ্যান চালানোর ফাঁকে কয়েকজন নিজেদের ভ্যানের ওপর বসেই সস্তায় খাচ্ছেন পুষ্টিকর দেশীয় ফল আনারস। ছবিটি সোমবার রাজধানীর মতিঝিল থেকে তোলা।
×