ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৌরবের দুই যুগ পূর্তি

নর্থ সাউথ ভার্সিটিতে অনুর্ধ ১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৩৫, ৮ মার্চ ২০১৬

নর্থ সাউথ ভার্সিটিতে অনুর্ধ ১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে চলছে গৌরবের দুই যুগ পূর্তি। ৯ দিনব্যপী অনুষ্ঠানের ৪র্থ দিনে ৬ মার্চ, রবিবার নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করেণ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম ও সদস্য এম. এ. হাশেম। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে ট্রাস্টি সদস্য বেনজীর আহমেদ, রেহানা রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন অনুষদ ডিন, বিভাগীয় প্রধান এবং উর্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আজকের তরুণরা অনেক সৌভাগ্যবান, কারণ বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হতে নর্থ সাউথ ইউনিভার্সিটি’র মতো বিশ্ববিদ্যালয় তারা পেয়েছে। -বিজ্ঞপ্তি রিজার্ভ থেকে হ্যাকারদের অর্থ চুরি ‘আনইউজুয়াল’ বললেন মুহিত অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভ থেকে হ্যাকারদের ৮০০ কোটি টাকা চুরির ঘটনাকে একেবারেই নতুন ও আনইউজুয়াল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি। এছাড়া এ সম্পর্কে এখনও তাকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সোমবার বিকেলে মন্ত্রিপাড়ার হেয়ার রোডের সরকারী বাসভবন ‘তন্ময়’ এ বিশ্বব্যাংকের এক প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। আমাকে কিছু জানানো হয়নি। তাই এ বিষয়ে এখনই কোন মন্তব্য করতে চাই না। তবে বিষয়টা একেবারেই নতুন এবং আনইউজুয়াল। প্রসঙ্গত, ফিলিপিন্সের দৈনিক দ্য ইনকোয়েরার পত্রিকা গত ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ১০ কোটি ডলার বা ৮০০ কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে বলে একটা খবর প্রকাশ করে। ওই খবরে বলা হয়, দেশটির মাকাতি শহরে অবস্থিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের একটি শাখার মাধ্যমে ওই অর্থ ফিলিপিন্সে আসে। চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক অথবা সেখানকার কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে এ অর্থ হাতিয়ে নেয়। হ্যাকার দল এ অর্থ প্রথমে ফিলিপিন্সেনে পাচার করে। তারেক সাঈদের বিরুদ্ধে মামলা বাতিল চেয়ে আবেদনে হাইকোর্টের বিচারক ‘বিব্রত’ স্টাফ রিপোর্টার ॥ সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদের বিরুদ্ধে সাত খুনের একটি মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ ‘বিব্রত’ হয়েছে। সাত খুনের অন্যতম আসামি তারেক সাঈদের ওই আবেদন সোমবার বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের আদালতে তোলা হলে একজন বিচারক ‘বিব্রত’ বোধ করার কথা জানান। নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়া হবে। তিনিই পরবর্তী বেঞ্চ ঠিক করে দেবেন। তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া জানান, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় যে দুটি মামলা করা হয়েছিল, তার মধ্যে আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলা বাতিল চেয়ে তারা এই আবেদন করেন। এই আইনজীবী বলেন, ওই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি হয়। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। এই যুক্তিতে দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
×