ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামুতে ডাকাতের গুলিতে আহত আ’লীগ নেতা

প্রকাশিত: ০৪:২৯, ৮ মার্চ ২০১৬

রামুতে ডাকাতের গুলিতে আহত আ’লীগ নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে দুটি বসতবাড়িতে সশস্ত্র ডাকাতদল তা-ব চালিয়েছে। চিৎকার শুনে ডাকাত প্রতিরোধে এগিয়ে আসা রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য নূর হোসেন ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার মধ্যরাত দুইটায় রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকায় এবং রাত আড়াইটায় ফতেখাঁরকুল পূর্ব মেরংলোয়ায় পৃথক এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৬ লাখ টাকার মালামাল লুট এবং ডাকাতদলের প্রহারে স্কুলছাত্রীসহ ৫ জন আহত হয়েছে। পূর্ব মেরংলোয়া গ্রামের বেদারুল আলম জানিয়েছেন, ডাকাতদল বাড়ির পেছনে রান্নাঘর এবং পাকা ঘরের দুটি দরজা ভেঙ্গে প্রবেশ করে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ির আসবাবপত্র তচনছ করে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ২টি মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ডাকাত প্রতিরোধে এগিয়ে এলে আওয়ামী লীগ নেতা নুর হোসেনকে দেখে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। এছাড়াও রাত ২টায় রামু জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকায় সৌদি প্রবাসী মৌলভী কলিম উল্লাহর বাড়িতে হানা দেয় ডাকাতদল। গৃহকর্তার বড় ছেলে শাখাওয়াত হোসেন জানান, বাড়ির দুটি দরজা ভেঙ্গে ডাকাতদল ভিতরে প্রবেশ করে। ৭ জন ডাকাত তার শয়নকক্ষে গিয়ে চারটি অস্ত্র নিয়ে তাকে জিম্মি করে। অন্য ডাকাতরা আসবাবপত্র তচনছ করে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন সেটসহ মালামাল নিয়ে যায়। রাবার বাগান প্রকল্পের জিএমকে অপসারণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচু ভূমি বন্দোবস্তিকরণ রাবার বাগান ব্যবস্থাপনা প্রকল্পের জেনারেল ম্যানেজার (জিএম) সুখময় চাকমাকে অপসারণ করা হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পুষ্প স্মৃতি চাকমাকে ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে রাবার কষ সংগ্রহকারীদের সঙ্গে বোর্ড চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাসহ বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। চকরিয়ায় অপহৃত ছাত্রী উদ্ধার হয়নি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এলে অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রকাশ্যে ফাঁকা গুলি করে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। শনিবার রাত আড়াইটায় ফাসিয়াখালী হাঁসেরদিঘী কাচারী পাহাড় এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে ভোর রাতে থানার এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান।
×