ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:২৮, ৮ মার্চ ২০১৬

দৌলতপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৭ মার্চ ॥ দৌলতপুরে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় এক নারীসহ দুইজন আহত হয়েছে। রবিবার রাত একটার দিকে উপজেলার কেডিআই বিশ্ববাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওইদিন রাতে কেডিআই বিশ্ববাঁধ এলাকার সেন্টু নামে এক জুয়াড়ির নেতৃত্বে ১০-১২ জন জুয়া খেলছিল। এ সময় টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সেন্টু তার প্রতিপক্ষকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাবাসী জুয়াড়িদের ওপর হামলা করে। জুয়াড়িদের ধারালো অস্ত্রের আঘাতে ছকেনা খাতুন (৬০) ও রোকন আলী (৩৫) আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালে গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ডাকাতের গুলিতে আহত বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জুয়েলারি ব্যবসায়ী স্বপন কাজী (৩০) সোমবার দুপুর দুইটার দিকে মারা গেছেন। নিহত স্বপন মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের আলাউদ্দিন কাজীর পুত্র। জানা যায়, ডাকাতদের গুলিতে আহত অপর জুয়েলারি ব্যবসায়ী সোহেল হাওলাদার শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, রবিবার রাত তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার মিয়ারহাট বাজারের পাহারাদারদের বেঁধে মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স এবং আঁচল জুয়েলার্সে হানা দেয়। এ সময় ডাকাতরা গহনা ও নগদ অর্থ লুটে নেয়। ডাকাতিকালে দোকানে স্বপন ও সোহেল চিৎকার শুরু করলে তারা গুলি করে পালিয়ে যায়। ময়মনসিংহে শিমুল হত্যাকারীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের দীঘারকান্দা এলাকায় গুলিতে নিহত ফিরোজ সরকার শিমুলের খুনীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তার পরিবার ও স্বজনেরা। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় অভিযোগ করে বলা হয়, ঘটনার এক মাস অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতারে কোন চেষ্টাই করছে না। আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং শহরে বিভ্রান্তিকর পোস্টার সাঁটিয়ে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে বলেও দাবি করা হয়। মামলার সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় এ সময়। গত ৬ ফেব্রুয়ারি গুলিতে মারা যায় শিমুল। ছাত্রীকে নিপীড়ন ॥ প্রধান শিক্ষকের গা-ঢাকা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ মার্চ ॥ ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সোমবার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গ্রামডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে ছাত্রীর অভিভাবক। সোমবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছে। পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৯টায় প্রধান শিক্ষক ওই ছাত্রীকে ঝাড়ু দেয়ার কথা বলে স্কুলে তারকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এ সময় প্রধান শিক্ষক শিশুটিকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে লোকজনকে ঘটনাটি জানালে ছাত্রীর মা একটি মামলা দায়ের করেন। আইনজীবী সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ মার্চ ॥ রবিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জালাল মোহাম্মদ গাউস ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী সমন্বয় পরিষদের শহিদুল আলম শহীদ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মুফতী জাকির খান ও শামছুন্নাহার কাজল, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান আকন্দ ও ইফতেখারুল ইসলাম পাভেল, লাইব্রেরি সম্পাদক আবু ইউসুফ সালাহউদ্দিন আহম্মেদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক হাসান ইমাম রঞ্জু, অডিটর আঃ কাদির, সদস্য তাপস কুমার চ্যাটার্জী, প্রলয় কুমার দাস, রাসেল কবীর, শাহাদাৎ হোসেন ফাল্গুন ও সাইফুল ইসলাম রাসেল।
×