ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে এমসি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:২৭, ৮ মার্চ ২০১৬

সিলেটে এমসি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আধিপত্য বিস্তার নিয়ে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা যায়, এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে নিপু ও রায়হান গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে নিপু গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেয়। বেলা ১টার দিকে রায়হান গ্রুপের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে ঢুকলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হন নিপু গ্রুপের রতন গুপ্ত ও খায়রুল ইসলাম শাহীন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের জমি দখল ॥ মঠবাড়িয়ায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৭ মার্চ ॥ মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের জমি স্থানীয় সৌদিপ্রবাসী প্রভাবশালী জবরদখল করে নেয়ার প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার ভুক্তভোগী মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্কুলের জমি বেদখলের প্রতিবাদ জানায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জবরদখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। মানববন্ধন শেষে মিরুখালী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেনÑ সমাজসেবক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, শিক্ষক পারভেজ তালুকদার ও শিক্ষার্থী আরাবী খান প্রমুখ। পটিয়ায় বিদ্যুতস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৭ মার্চ ॥ বিদ্যুতস্পৃষ্টে চট্টগ্রামের পটিয়ায় মোক্তার (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়উঠান ইউনিয়নের পূর্বপাড়ার নুর মিয়ার পুত্র। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনমজুর মোক্তার পার্শ্ববর্তী একটি বাঁশবাগান থেকে সকালে বাঁশ কাটছিল। ওই সময় পটিয়া পল্লীবিদ্যুতের তারের সঙ্গে বাঁশটি লেগে বিদ্যুতস্পৃষ্টে মোক্তার ঘটনাস্থলেই মারা যান। কর্মপরিকল্পনা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ মার্চ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই গাইবান্ধা জেলাকে বাল্যবিবাহে মুক্ত করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার এ ব্যাপারে কর্মপরিকল্পনা প্রণয়ন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, এলজিইডির উপ-পরিচালক মোখলেছুর রহমান প্রমুখ।
×