ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাসিকে দায়িত্বপ্রাপ্ত মেয়র অবৈধ, প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়ার আদেশ

প্রকাশিত: ০৪:২৬, ৮ মার্চ ২০১৬

রাসিকে দায়িত্বপ্রাপ্ত মেয়র অবৈধ, প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়ার আদেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন। বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক এমদাদুল হক ও মজিবুর রহমান মিয়া গঠিত দ্বৈত বেঞ্চ দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমকে অবৈধ ঘোষণা করেন। আদালতের দেয়া আদেশের কপি রবিবার বিকেলে ফ্যাক্সযোগে সিটি কর্পোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা দফতরে পৌঁছেছে বলে সোমবার রাসিকের একটি সূত্র জানিয়েছে। একই আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একজন প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, গত বছরের ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটপিটিশন দাখিল করেন স্থানীয় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সেই মামলায় বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমকে অবৈধ ঘোষণা করেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম জানান, নিয়োগ অবৈধ ঘোষণা করার আদেশের বিষয়ে তিনি কিছুই জানে না। তবে ওই মামলায় রাষ্ট্রপক্ষও আপীল করেছেন বলে তিনি জানান। বরখাস্তকৃত রাসিক মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার সকালে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ নির্দেশ দেন। একই আদালত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ অপর ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতা ও নগরীতে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। এ মামলায় সোমবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান।
×