ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক চার লেনে উন্নীত ॥ চলছে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৪:২৬, ৮ মার্চ ২০১৬

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক চার লেনে উন্নীত ॥ চলছে উচ্ছেদ অভিযান

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, লাখো চাষীর সুবিধার্থে উখিয়া, চকরিয়া ও পেকুয়ায় রাবার ড্যাম স্থাপন, জেলার প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ-রাস্তাঘাট নির্মাণ ও কক্সবাজার পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়নের পর এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজে হাত দিয়েছে সরকার। ফলে গণমানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণ হতে চলছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত চলাচলকারী ব্যবসায়ী ছাড়াও উল্লাস করছে স্থানীয় বাসিন্দারা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সড়ক পথে দেশী-বিদেশী পর্যটকদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে বিদেশী পর্যটকদের আমন্ত্রণ জানাতে এবং বিশ্বের বিভিন্ন দেশে কক্সবাজারকে আরও বেশি পরিচিত করে তুলতে সরকার কক্সবাজারকে ঢেলে সাজাচ্ছে। উন্নয়নের রোল মডেল ঘোষণার অংশ বিশেষ এই সড়ক প্রস্তুতকরণ। চার লেনে উন্নীতকল্পে প্রধান সড়কের লাগোয়া অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত ফেব্রুয়ারি মাসে অস্থায়ী ও ভাসমান ব্যবসায়ীদের নোটিস দিয়েছিল সওজ কর্তৃপক্ষ। শনিবার মাইকিং করে নিজ দায়িত্বে মাল ও জিনিসপত্র সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। অনেকে নিজ উদ্যোগে নিজেদের দোকানপাট খুলে নিয়ে গেছে ইতোপূর্বে। জনস্বার্থে এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকল্পে অবশেষে রবিবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। সড়ক ও জনপথ বিভাগের চকরিয়ার উপ-সহকারী প্রকৌশলী শহীদুল আলম জানান, রবিবার সকাল থেকে বরইতলী নতুন রাস্তার মাথা থেকে চিরিঙ্গা মাতামুহুরী ব্রিজ পর্যন্ত শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম বলেন, সড়ক প্রশস্ত ও চার লেনে উন্নীত করতে এ উচ্ছেদ অভিযান চলছে। সওজ সূত্র জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের খবর পেয়ে ডুলহাজারা ও খুটাখালী এলাকার ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকান খুলে মালপত্রাদি সরিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে সকলের সহযোগিতা কামনা করছে সওজ কর্তৃপক্ষ।
×