ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ৫ কোটি টাকা নিয়ে মাল্টিপারপাস উধাও ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৯, ৮ মার্চ ২০১৬

কেরানীগঞ্জে ৫ কোটি টাকা নিয়ে মাল্টিপারপাস উধাও ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ মার্চ ॥ রুহিতপুরে মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি আর্থিক প্রতিষ্ঠান ২ শতাধিক গ্রাহকের (এফডিআর) প্রায় ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার থেকে কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। জানা যায়, ২০১২ সালে কেরানীগঞ্জের রুহিতপুরে নূর প্লাজা ভবনের ৩য় তলায় কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়। পরে ২০১৩ সালে কেরানীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় থেকে মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে রেজিস্ট্রেশন করা হয়। রেজি. নং ৮৪৬/১৩। আক্তার, ইব্রাহিম ও রিনা নামে তিন ব্যক্তি এর কর্ণধার। এরা প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে থেকে সাধারণ লোকজনকে ১ লাখ টাকায় প্রতি মাসে ৩ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আমানত (এফডিআর) সংগ্রহ করতে থাকেন। এভাবে ২ শতাধিক গ্রাহকের কাছ থেকে সংগৃহীত প্রায় ৫ কোটি টাকা নিয়ে শুক্রবার থেকে তারা পলাতক রয়েছেন। ফারজানা বেগম নামে এক গ্রাহক জানান, প্রায় ২০ লাখ টাকা এখানে আমানত রেখেছেন। প্রতি মাসে লাখে ৩ হাজার টাকা লাভ দেয়ার কথা। প্রথম কয়েক মাস ঠিকমতো লাভের টাকা দিলেও ৪/৫ মাস ধরে তারা নানাভাবে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে পুরো টাকার জন্য চাপ দিলে তারা ৫ লাখ টাকার একটি চেক দেয়। বাকি টাকা শনিবার দেয়ার কথা ছিল। সলিম নামে আরেক গ্রাহকের সাড়ে ৩ লাখ টাকা, শিরিন বেগমের সাড়ে ৩ লাখ, শফিকুলের ৫ লাখ টাকা নিয়ে গেছে। ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরেই প্রতিষ্ঠানের দরজায় তালা ঝুলছে। খবর পেয়ে সোমবার সকালে প্রায় অর্ধশত গ্রাহক কার্যালয়ের সামনে ভিড় করেন এবং প্রতিষ্ঠানের কর্ণধার আক্তার, ইব্রাহিম ও রিনার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে সেগুলো বন্ধ পান। এ সময় ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
×