ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারী দিবসের বিশেষ নাটক ‘ত্যাজ’

প্রকাশিত: ০৩:৫৮, ৮ মার্চ ২০১৬

নারী দিবসের বিশেষ নাটক ‘ত্যাজ’

স্টাফ রিপোর্টার॥ ‘আমি জামবনের কুঁইড়ে পাড়ার শিবু কুঁইড়ের বেটি সাঁচলি বটে’। সাঁওতালি উচ্চারণে দেবব্রত সিংহের দীর্ঘ এই ‘ত্যাজ’ কবিতাটি নাটকের আদলে আজ আন্তর্জাতিক নারী দিবসে এসএ টিভিতে রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে। এতে সাঁচলী চরিত্রে অভিনয় করেছে- সাজিদা ইসলাম পারুল। আঞ্চলিক ভাষার এই কবিতাটির মূল স্লোগান হল ‘শুনছেন আপনারা, আরও সাঁচলি আরও শিবু কুঁইড়ের বেটি আছে গাও-গেরামে। তারা যদ্দিন অন্ধকারে পইড়ে থাকবে লেখাপড়ার লাইগ্যে কাঁদবে তদ্দিন কোন বাবুর দান আমার নাই লাগবেক’। জুলফিকার চঞ্চলের নিদের্শনায় নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-কাজল, মাজহার, জসীম, সুমন, সাখাওয়াত, রাজ্জাক, সানজিদা ও লাকী। এতে কোরিওগ্রাফি করেন সাগর আচার্য্য।
×