ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী দিবসের আয়োজন

প্রকাশিত: ০৩:৫৭, ৮ মার্চ ২০১৬

নারী দিবসের আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ আজ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বাংলাদেশের সরকারী ও বেসরকারী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের বিভিন্ন চ্যানেলের নারী দিবসের আয়োজন নিয়ে এ প্রতিবেদন। আরটিভির জয়া আলোকিত নারী : চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরটিভি জয়া আলোকিত নারী ২০১৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। আজ হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা দেয়া হবে শিক্ষায় জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, সঙ্গীতে- রুনা লায়লা, ভাষা আন্দোলনে, ভাষা সৈনিক রওশান আরা বাচ্চু, অভিনয় (চলচ্চিত্র) কোহিনূর আখতার সুচন্দা, সাহিত্যে-নাসরিন জাহান, নারী উদ্যোক্তায় গোলাপ বানু, ক্রীড়া, মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শীলা। অনুষ্ঠানটি আরটিভি সরাসরি সম্প্রচার করবে আজ সন্ধ্যা ৭টায়। এসএটিভিতে ‘প্রিয়তমেষু’ ॥ এসএটিভিতে প্রচার হবে দেশের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৩ জন নারী উদ্যোক্তা ও পেশাজীবীকে নিয়ে অনুষ্ঠান ‘প্রিয়তমেষু’। অনুষ্ঠানের অতিথি মাহিন খান, কানিজ আলমাস খান ও ফারজানা চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এসএটিভির অনুষ্ঠান প্রধান জিনাত জেরিন আলতাফ। কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা এসএটিভিতে প্রচার হবে। এছাড়া ইবতেসাম মাহমুদ শ্যামার প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘আমি যে নারী’ প্রচার হবে আজ বেলা ১টায়। আলোচনায় অংশ নেবেন শম্পা রেজা, ফেরদৌসী প্রিয়ভাষিণী ও সারা হোসেন। অভিনয় করবেন দোলা, তোরা ও নিশাত। ইটিভিতে ‘সম্পূর্ণা’ ॥ একুশে টিভিতে প্রচার হবে বিশেষ টক শো ‘সম্পূর্ণা’। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন সাবেক মন্ত্রী ডাঃ দীপু মনি এবং স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকের। নিজ নিজ ক্ষেত্রে সফল এই নারীদ্বয় তাদের সফলতা, ব্যর্থতা নিয়ে আজকের আমি হয়ে ওঠা এবং দিকনির্দেশনামূলক কথা বলেছে অনুষ্ঠানটিতে। আব্দুর নূর তুষারের উপস্থাপনা এবং বাবুল আক্তারের প্রযোজনায় একুশে টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
×