ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৫, ৮ মার্চ ২০১৬

টুকরো খবর

বখাটের দণ্ড নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ মার্চ ॥ বন্দরে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে ইমন (১৮) নামে এক যুবককে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনারা নাজনীন তাকে এ দ- দেন। দ-প্রাপ্ত ইমন বন্দরের মাহমুদনগর কলাবাগান এলাকার মোতালেবের ছেলে। ট্রেনে কেটে মহিলার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৬ মার্চ ॥ বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রবিবার দুপুরে রেলস্টেশনের ৪নং প্ল্যাটফর্মে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার (৫৮) ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে। জিআরপি জানায়, ওই মহিলা অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিল। এ সময় সান্তাহার থেকে দিনাজপুরগামী দোলনচাপা ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মারা যায়। অটিজম বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৭ মার্চ ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন ন্যাশনাল একাডেমি ফর অটিজম এ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিস আয়োজিত শ্রেণী পেশার সমন্বয়ে সোমবার দিনব্যাপী এক কর্মশালা হয়। ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অটিজম শিশু ও ব্যক্তির সমন্বয়ে একীভূত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ গড়া, তাদের অধিকার ও আইন এবং তাদের প্রতি করণীয় দায়িত্ব সম্পর্কে সচেতনতাসহ অবহিতকরণ এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিক্যাল অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। পাথরঘাটায় সংঘর্ষে আহত ৮ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৭ মার্চ ॥ বরগুনার পাথরঘাটা কালমেঘা ইউনিয়নে জমির বিরোধ নিয়ে এক সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পাথরঘাটা হাসপাতালে ভর্তি আহতরা হলেন হাসিনা, জাকির, লিপি, শিউলি, খুশী, সাবু মিয়া, বুলবুল ও জাকির কাজি। পদ্মায় কারেন্ট জাল-জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাত হাজার মিটার কারেন্ট জাল ও এক মণ জাটকা ইলিশ জব্দ করেছে। সোমবার দিনভর অভিযান চালিয়ে এ জাল ও জাটকা আটক করেছে প্রশাসন, মাওয়া নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় ১৫ জেলেকে ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মসজিদের কাজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সোমবার সকালে সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নে উপজেলা ভূমি অফিস জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। কুয়েত এসএসটির (এনজিও) অনুদানে এ নির্মাণ প্রকল্প ১৪ লাখ ৬৬ হাজার ৭৫৩ টাকা এ জামে মসজিদ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে। ঝড়ে নিহত এক রায়পুর, লক্ষ্মীপুর, সংবাদদাতা, ৭ মার্চ ॥ রায়পুরে ঝড়ে গাছ চাপায় হারুনুর রশিদ (৫০) নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন হারুন। যমুনায় নিখোঁজ এক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, এনায়েতপুরে যমুনায় ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ শাহ আলমের (৪০) লাশ সোমবারও উদ্ধার হয়নি। রবিবার সন্ধ্যায় চৌহালী উপজেলার ধুলিয়াবাড়ি চর থেকে এনায়েতপুর ঘাটে আসার পথে নৌকাটি ঝড়ের কবলে পড়ে। নৌকার অপর ৪ যাত্রী ঠা-ু মুন্সী, বাবু, মানিক এবং ইসমাইল হোসেন সাঁতরিয়ে কূলে উঠে জীবন বাঁচিয়েছে।
×