ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্মম নির্যাতন

প্রকাশিত: ০৩:৫৪, ৮ মার্চ ২০১৬

ফরিদপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্মম নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ মার্চ ॥ যৌতুকের জন্য স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে গৃহবধূ জুলেখা বেগম। এ ঘটনায় মামলা হলে কোতয়ালি থানা পুলিশ সোমবার স্বামী ইউসুফ শেখকে গ্রেফতার করেছে। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটেছে। আহত গৃহবধূ জুলেখা বেগম জানায়, যৌতুকের জন্য স্বামী ইউসুফ শেখ তাকে মারধর করত। নির্যাতন সহ্য করতে না পেরে বিভিন্ন সময় দরিদ্র পিতার বাড়ি থেকে পর্যায়ক্রমে দুই লাখ টাকা দেন। সে আরও তিন লাখ টাকা দাবি করে। জুলেখা বেগম এ টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার স্বামী ইউসুফ শেখ কানাইপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে সাড়ে ৩টার দিকে তার স্ত্রীর নিকট টাকা ও স্বর্ণালঙ্কার চায়। তা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী তাকে প্রথমেই ইট দিয়ে মাথা, কান ও মুখম-লে আঘাত করে। পরে রড দিয়ে বেদম প্রহার করে। এতে স্ত্রী জুলেখা বেগম জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। বাগেরহাটে স্বামী পরিত্যক্ত নারী স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, চিতলমারীতে স্বামী পরিত্যক্ত এক নারীর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর স্পর্শকাতর স্থানে কামড়িয়ে রক্তাক্ত জখমসহ পিটিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারী জানান, তার নাম পরুল ঢালী। তিনি কুড়ালতলা গ্রামের বাসিন্দা। পেশায় দর্জি । একটি মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশী অরুণ ম-ল ও তার স্ত্রী রিতা ম-লের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। এরই রেশ ধরে রবিবার সকালে সে উপজেলার শেরেবাংলা কলেজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অরুণ ও তার লোকজন পারুলের গতি রোধ করে। এক পর্যায় তার উপর চড়াও হয়। এ সময় তাকে প্রকাশ্যে বিবস্ত্র করে তার স্পর্শকাতর স্থানে কামড়িয়ে রক্তাক্ত জখম করাসহ পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় যুদ্ধাপরাধীর বিচার দাবিতে সিলেটে লাঠি মিছিল স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ সোমবার দুপুরে বিয়ানীবাজারে স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে পৌর শহরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে লাঠি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়াহিদুজ্জামান টিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লোদীর পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। নীলফামারীতে মাদক বিক্রেতার যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ হারিজ উদ্দিন নামের এক মাদক বিক্রেতার যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এ রায় প্রদান করেন। হারিজ উদ্দিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামের মৃত লাল শাহের ছেলে। জানা যায়, ২০১১ সালের ২৮ অক্টোবর হারিজ উদ্দিন চোরাইপথে ১৬ লিটার ফেনসিডিল এনে সৈয়দপুরে বিক্রি করছিল। এ সময় সৈয়দুপর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সবুর সৈয়দপুর শহরের গোয়ালপাড়া মহল্লা থেকে হারিজ উদ্দিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করে। বাগেরহাটে বিদ্রোহী প্রার্থী গৃহবন্দী স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল আকন হামলা, মামলা ও মারধরের ভয়ে গৃহবন্দী অবস্থায় আছেন। বন্ধ করে দেয়া হয়েছে তার সকল নির্বাচনী প্রচার। এমনকি তার মেয়ের কলেজে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আকন আমড়াগাছিয়া বাজার এলাকায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগসহ তৃণমূলের মতামত আমার পক্ষে থাকলেও ঢাকা পর্যন্ত যাওয়ার পরে তা ছিনতাই করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ মার্চ ॥ শেরপুর শহরকে ময়লা-আবর্জনামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে ৩ মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী ঘোষণা করেছেন নতুন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওই কর্মসূচীর আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এক সপ্তাহ করে একটানা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সোমবার শহরের ১নং ওয়ার্ডের নবীনগর বাসস্ট্যান্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। হর-মু-মালিনী উৎসব স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ সোমবার দুপুরে ঈশ^রদী পৌর শ্মশানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী হর-মু-মালিনী উৎসব ও ভক্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে শিবের মাথায় জল ও বেলপাতা দিয়ে জলঢালা কার্যক্রম উদ্বোধন এবং বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ।
×