ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বজনপ্রীতির ছড়াছড়ি

নাশকতা মামলায় চার্জশীটভুক্ত আসামিকে কুবিতে নিয়োগ

প্রকাশিত: ০৩:৫৩, ৮ মার্চ ২০১৬

নাশকতা মামলায় চার্জশীটভুক্ত আসামিকে কুবিতে নিয়োগ

মীর শাহ আলম, কুমিল্লা ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রেল নাশকতা মামলার এজাহারনামীয় ও চার্জশীটভুক্ত আসামি শিবির ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমানের ব্যবসায়ের সহযোগী খলিলুর রহমানকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তোলপাড় চলছে। এছাড়া রেজিস্ট্রার মুজিবুর রহমানের ভগ্নিপতি রকিব উদ্দিনসহ বেশ কয়েক কর্মকর্তার স্বজন নিয়োগ পেয়েছে অনায়াসেই। সূত্র জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অফিস সহকারী কাম ডাটা প্রসেসর পদে সাতজন, ড্রাইভার পদে চারজন, হেলপার পদে ৪ জন, ল্যাব এটেন্ডেন্ট পদে ৪ জন, অফিস সহায়ক পদে ৪ জনকে নিয়োগ দেয়া হয়। জানা গেছে, এদের মধ্যে ডাটা প্রসেসর পদে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির চাঙ্গিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে শিবির ক্যাডার রেল নাশকতার মামলার এজাহারনামীয় ও চার্জশীটভুক্ত আসামি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমানের ব্যবসায়িক সহযোগী খলিলুর রহমানকে নিয়োগ দেয়া হয়। খলিলুর রহমান রেল নাশকতার ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় ২০১৩ সালের ২ এপ্রিল দায়েরকৃত ১নং মামলার আসামি এবং এ মামলায় ২০১৪ সালের ২৭ নবেম্বর আদালতে চার্জশীট দাখিল করা হয়। এছাড়া রেজিস্ট্রারের ভগ্নিপতি রকিব উদ্দিনকে অফিস সহকারী কাম ডাটা প্রসেসর ও তার ব্যক্তিগত গাড়ির চালক হাবিবুর রহমানকে গাড়িচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে ভিসি ড. আলী আশরাফ ভূঁইয়ার ভাতিজি তাহমিনা আক্তারকে অফিস সহকারী কাম ডাটা প্রসেসর পদে, ভিসির বাংলোর পিয়ন আহসান উল্লাহর স্ত্রী পারভীন আক্তারকে অফিস সহায়ক পদে, ভিসির চট্টগ্রামের বাসা কাজের ছেলে কামাল হোসেনকে নিরাপত্তা প্রহরী পদে এবং প্রশাসনিক কর্মকর্তা (কম্পিউটার) মাহবুবুর রহমানের ফুফাত বোন আকলিমা আক্তারকে অফিস সহকারী কাম ডাটা প্রসেসর পদে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের শ্যালক শাইখুল ইসলামকে ডাটা প্রসেসর পদে, ট্রেজারার কু-ু গোপী দাসের আত্মীয় সনাকা রানী কু-ুকে কম্পিউটার অপারেটর কাম ডাটা প্রসেসর পদে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি, আত্মীকরণ ও অনিয়মের কারণে যোগ্যতাসম্পন্ন চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এছাড়া কুমিল্লায় ভয়াবহ রেল নাশকতা মামলার এজাহারনামীয় ও চার্জশীটভুক্ত আসামিকে নিয়োগ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তোলপাড় চলছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কু-ু গোপী দাস জানান, নিয়োগ বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সকলকে নিয়োগ দেয়া হয়েছে, এক্ষেত্রে কোন অনিয়ম হয়নি। এছাড়া খলিলুর রহমানকে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে, সে মামলায় জড়িত থাকার বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষ অবহিত নয়।
×