ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেতন বৃদ্ধির হার কমানোর প্রতিবাদ

সিইপিজেডে কোরীয় কারখানায় অসন্তোষ

প্রকাশিত: ০৩:৫২, ৮ মার্চ ২০১৬

সিইপিজেডে কোরীয় কারখানায় অসন্তোষ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেতন বৃদ্ধির হার কমানোর প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) কোরীয় মালিকানাধীন একটি কারখানার শ্রমিকরা সোমবার মূল ফটক ও সংলগ্ন সড়কে অবরোধ সৃষ্টি করে। সোমবার ছিল শ্রমিকদের এ কর্মসূচীর দ্বিতীয় দিন। হাজার হাজার শ্রমিক এ আন্দোলনে যোগ দেয়ায় ইপিজেড এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বেপজা (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ), শিল্প পুলিশ, মালিক ও শ্রমিক পক্ষের বৈঠকে সুরাহার আশ্বাস মেলায় শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়। শিল্প পুলিশের সহকারী সুপার কাশেম জানান, সিইপিজেড ৩ নম্বর সেক্টরে অবস্থিত ‘ইয়ং ইন্টারন্যাশনাল’ নামের একটি কোরীয় কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে রবিবার। মালিক পক্ষ বেতন বৃদ্ধির হার কমিয়েছে এ অভিযোগে শুরু হয় শ্রমিক অসন্তোষ। প্রতিষ্ঠানটির প্রচলিত নিয়মে প্রতিবছর ১০ শতাংশ বেতন বৃদ্ধির কথা। কিন্তু এ হার কমিয়ে দেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় শ্রমিকরা। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা রবিবারও মূল ফটকে অবরোধ সৃষ্টি করে। মূল ফটক অবরুদ্ধ হওয়ার ফলে অন্যান্য কারখানার শ্রমিকরাও আটকা পড়েন। এতে উৎপাদন কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। সোমবার সকালে কারখানায় এসে শ্রমিকরা মূল ফটক বন্ধ দেখতে পেয়ে আরও উত্তেজিত হয়ে উঠে। এ সময় তারা মূল ফটক ও সংলগ্ন সড়কেও অবস্থান নেয়। শিল্প পুলিশ সূত্রে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে বেপজা কর্তৃপক্ষ শিল্প পুলিশ, মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে জরুরী বৈঠকে মিলিত হয়। সেখানে বেতন বৃদ্ধির হার কমানো এবং শ্রমিকদের আরও বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথ বৈঠকে দাবি দাওয়ার বিষয়টি বিবেচনার মৌখিক আশ্বাসের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে কারখানা ফটক খুলে দেয়া হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশী-বিদেশী কারখানাগুলোতে কাজ করেন প্রায় দুই লাখ শ্রমিক। চার জেলায় ৪ লাশ উদ্ধার জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার চার জেলায় পুলিশ উদ্ধার করেছে চার লাশ। এর মধ্যে দুই লাশের পরিচয় মেলেনি। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : পঞ্চগড় ॥ তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বাঁশঝাড় থেকে আব্বাস আলী (২৩) নামের ট্রাক্টর চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্বাস আলী ওই উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর এলাকার তবিবর রহমানের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০ টায় তেঁতুলিয়া থানা পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। নিহত ট্রাক্টর চালকের গলাকাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশী সুরতহাল রিপোর্টে পাওয়া গেছে। মির্জাপুর ॥ রুবেল ভূইয়া (২৫) নামে ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল এ উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের ইমান আলী ভূূইয়ার ছেলে। রুবেল ইলেকট্রিশিয়ানের কাজ করত বলে জানা গেছে। গাজীপুর ॥ শ্রীপুরের ফালু মার্কেট এলাকা থেকে সোমবার পুলিশ এক লাশ উদ্ধার করেছে। আনুমানিক ৫০ বছর বয়সের নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।লাশের পরনে কালো রংয়ের শার্ট ও চেক লুঙ্গি রয়েছে। তবে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। বাগেরহাট ॥ মোল্লাহাটে শিশু ভ্যানচালককে জবাই করে হত্যা চেষ্টা ও সাংবাদিক টুটুল অপহরণের রেশ না কাটতেই সোমবার অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার হয়েছে। রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের নিকট থেকে আনুমানিক ত্রিশ বছর বয়সী অজ্ঞাতনামা ওই যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ।
×