ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎপাদন বন্ধে বিনিয়োগ বোর্ডে আবেদন করবে কে এ্যান্ড কিউ

প্রকাশিত: ০৩:৪৮, ৮ মার্চ ২০১৬

উৎপাদন বন্ধে বিনিয়োগ বোর্ডে আবেদন করবে কে এ্যান্ড কিউ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কার্বন রড ইউনিট (ইউনিট-১) এবং আলকাতরা ইউনিট (ইউনিট-২) কারখানার উৎপাদন স্থগিত করতে বিনিয়োগ বোর্ডে আবেদন করবে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে এ্যান্ড কিউ। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, উৎপাদন স্থগিত করার জন্য কারখানা দুটির আইআরসি, ইআরসি, টিন, ই-টিন, ভ্যাট রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, কারখানার সনদ, কারখানার নিবন্ধন, ফায়ার সুরক্ষা সনদ, পরিবেশ সনদ ইত্যাদি বাতিল এবং প্রয়োজনীয় সংশোধনীর জন্য আমদানি-রফতানি বিভাগের প্রধান নিয়ন্ত্রক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও ভ্যাট বিভাগ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ, কারখানার প্রধান পরিদর্শক, ফায়ার সার্ভিস বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। কে এ্যান্ড কিউর পরিচালনা পর্ষদের সভায় কার্বন রড ইউনিট এবং আলকাতরা ইউনিট কারখানার অব্যবহৃত কাঁচামাল এবং যন্ত্রপাতি বিক্রির সিদ্ধান্ত ও নেয়া হয়েছে। ডিএসই সূত্র জানিয়েছে, কার্বন রড ইউনিট এবং আলকাতরা ইউনিট কারখানার মেয়াদোত্তীর্ণ এবং পুরাতন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কিনতে আগ্রহী এমন কোন পক্ষের নিকট ন্যায্য দামে সেগুলো বিক্রয়ের উদ্যোগ নেবে কোম্পানি। মূলত পরিত্যক্ত উপাদান হিসেবেই এই যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বিক্রি করা হবে। জমি কিনেছে ফার কেমিক্যাল অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ জমি কিনেছে। কোম্পানি তৃতীয় দফায় ২৬ দশমিক ৬৪ শতাংশ জমি কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানি তিনটি আলাদা খতিয়ানে যথাক্রমে ১১ দশমিক ৮৬ শতাংশ, ৯ দশমিক ৭৮ শতাংশ, ০৫ শতাংশ জমি কিনেছে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানির মোট ৪৮ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা খরচ হয়েছে। কোম্পানি ডাইস ও কেমিক্যাল ফ্যাক্টরির দ্বিতীয় ইউনিট সম্প্রসারণের জন্য তৃতীয় দফায় এ জমি কিনেছে।
×