ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিম নিবন্ধন নিয়ে মিথ্যাচার হচ্ছে ॥ তারানা

প্রকাশিত: ০৯:৪২, ৭ মার্চ ২০১৬

সিম নিবন্ধন নিয়ে মিথ্যাচার হচ্ছে ॥ তারানা

স্টাফ রিপোর্টার ॥ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ কোথাও সংরক্ষিত হচ্ছে না। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সিম নিবন্ধন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করছে। পরিকল্পিতভাবে কাজটি তারা করে যাচ্ছে। যারা এই কাজটি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রবিবার সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাংবাদিকদের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজ, অবৈধ ভিওআইপি পরিচালনাকারীরা একজোট হয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের বিরোধিতা করছে। তারা বলছে, সিম রেজিস্ট্রেশনের সময় নেয়া আঙ্গুলের ছাপ বিদেশীদের কাছে বিক্রি করা হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে জামায়াত শিবির। তারা এই কার্যক্রম বন্ধ করতে চায়। কিন্তু এটা হতে দেয়া হবে না। আঙ্গুলের ছাপ জমা রাখার কোন প্রযুক্তি মোবাইল ফোন অপারেটরদের কাছে নেই। এছাড়া আইনেও এটা করার অনুমোদন নেই। মোবাইল কোম্পানিগুলো নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যের সঙ্গে গ্রাহকদের তথ্য ও আঙ্গুলের ছাপ যাচাই করছে। সভায় বিটিআরসি, মোবাইলফোন অপারেটরদের সংগঠন এমটব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
×