ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘুষ গ্রহণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:৩৩, ৭ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার লাকী ইয়াসমিন নামে এক নারী সিনিয়র জুডিশিয়াল আদালতে পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। আদালত মামলাটি নথিভুক্ত করলেও এ বিষয়ে কোন আদেশ দেয়নি। অভিযুক্তরা হলেন সদর থানায় এসআই মোঃ আব্দুর রহিম সরকার ও মোঃ মাসুদ। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের লাকী ইয়াসমিন মামলায় অভিযোগ করেন, একটি মিথ্যা মামলায় তার স্বামী ও প্রতিবন্ধী সন্তানের বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত ২৫ জানুয়ারি রাতে ওই দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ বাদী লাকী ইয়াসমিনের বাড়ি ঘিরে ফেলে। এ সময় স্বামী ফায়েজ আহমেদ ও প্রতিবন্ধী সন্তান দীপুকে ধরে নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে এসআই আব্দুর রহিম সরকার বাদীর মোবাইল ফোনে একাধিকবার কল করে ৩০ হাজার টাকা দাবি করেন। ২৬ জানুয়ারি দুপুরে এসআই আব্দুর রহিমকে ১০ হাজার টাকা ঘুষ দেয়া হয়। এসআই মোঃ মাসুদ এসব ঘটনা প্রত্যক্ষ করেন ও ঘুষ গ্রহণে এসআই আব্দুর রহিমকে প্ররোচনা দেন। এ বিষয়ে কথা বলার জন্য এসআই আব্দুর রহিম ও এসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তাদের দু’জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান জানান, মামলা হওয়া কিংবা ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। কোর্ট ইন্সপেক্টর জানান, আদালতে মামলা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।
×