ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার ড্র করল বেয়ার্ন

প্রকাশিত: ০৮:৫৩, ৭ মার্চ ২০১৬

এবার ড্র করল বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ মুহূর্তে এসেই যেন খেই হারিয়ে ফেলল বেয়ার্ন মিউনিখ। গত সপ্তাহে মেইঞ্জের বিপক্ষে পরাজয়ের পর এবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পেপ গার্ডিওলার দল। এর ফলে জমে উঠেছে জার্মান বুন্দেসলিগা। বেশ কয়েক মৌসুম আধিপত্য দেখানো বেয়ার্ন মিউনিখের আসনে এবার হানা দিতে চলেছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুমে পেপ গার্ডিওলার শিষ্যদের ঠিক পেছনেই রয়েছে ডর্টমুন্ড। শনিবার ঘরের মাঠে গোলশূন্য ড্র করে বেভারিয়ানদের রুখে দিয়ে যেন নিজেদের শক্তিমত্তাটা বেশ ভালভাবেই জানিয়ে দিল তারা। এদিন সিগনাল-ইদুনা-পার্কে আতিথিয়েতা নিতে যায় বেয়ার্ন মিউনিখ। তবে পুরো ম্যাচে কোন দলই গোলের দেখা পায়নি। একের পর এক আক্রমণ হলেও তা থেকে কোন দলই প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারেনি। জার্মান বুন্দেসলিগায় বর্তমানে ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে বেয়ার্ন মিউনিখ। মহিলা ফুটবলে রংপুর-বিজেএমসির জয় স্পোর্টস রিপোর্টার ॥ কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে জয়ের দেখা পেয়েছে রংপুর এবং বিজেএমসি। দিনের প্রথম ম্যাচে রংপুর জেলা ৯-০ গোলে হারিয়েছে রাজপুর জেলাকে। অন্য ম্যাচে বিজেএমসি ২-১ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে ময়মনসিংহ জেলার বিপক্ষে। রংপুরের হয়ে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন লাবনি। আর জোড়া গোল করেছেন আখি। আর রাজবাড়ীর হয়ে একাই তিন গোল করেন সোহেলি। বিজেএমসির হয়ে গোল দুটি করেন লিপি এবং সাবিনা খাতুন। পিএসজির হোঁচট স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানে ধাক্কা খেয়েছে চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পিএসজিকে গোলশূন্যভাবে রুখে দিয়েছে অতিথি মোন্টপিলেইর। প্যারিসের পার্ক ডেস প্রিন্সেসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক পিএসজি। কিন্তু গোল মিসের মহড়ার কারণে দুই পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হয় লরেন্ট ব্লাঙ্কের দলকে। ড্র করলেও অবশ্য শিরোপার পথে ভালভাবেই আছে প্যারিসের পরাশক্তিরা। ২৯ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে সবাইকে ছাড়িয়ে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা মোনাকোর পয়েন্ট সমান ম্যাচে ৫১। বাংলাদেশ-ভারত ॥ স্কোর কার্ড বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ টস ॥ ভারত (ফিল্ডিং)। ভেন্যু ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬ তামিম এলবি. ব বুমরাহ ১৩ ১৭ ২ ০ সৌম্য ক পান্ডে ব নেহরা ১৪ ৯ ৩ ০ সাব্বির নটআউট ৩২ ২৯ ২ ০ সাকিব ক বুমরাহ ব অশ্বিন ২১ ১৬ ৩ ০ মুশফিক রান আউট ৪ ৫ ০ ০ মাশরাফি ক কোহলি ব জাদেজা ০ ১ ০ ০ মাহমুদুল্লাহ নটআউট ৩৩ ১৩ ২ ২ অতিরিক্ত (ও ৩) ৩ মোট (৫ উইকেট; ১৫ ওভার) ১২০ উইকেট পতন ॥ ১/২৭ (সৌম্য), ২/৩০ (তামিম), ৩/৬৪ (সাকিব), ৪/৭৫ (মুশফিক), ৫/৭৫ (মাশরাফি)। বোলিং ॥ অশ্বিন ৩-০-১৪-১, নেহরা ৩-০-৩৩-১, বুমরাহ ৩-০-১৩-১, জাদেজা ৩-০-২৫-১, পান্ডে ৩-০-৩৫-০। ভারত ইনিংস রান বল ৪ ৬ রোহিত ক সৌম্য ব আল আমিন ১ ৫ ০ ০ ধাওয়ান ক সৌম্য ব তাসকিন ৬০ ৪৪ ৯ ১ কোহলি নটআউট ৪১ ২৮ ৫ ০ ধোনি নটআউট ২০ ৬ ১ ২ অতিরিক্ত ০ মোট (২ উইকেট; ১৩.৫ ওভার) ১২২ উইকেট পতন ॥ ১/৫ (রোহিত), ২/৯৯ (ধাওয়ান)। বোলিং ॥ তাসকিন ৩-০-১৪-১, আল আমিন ২.৫-০-৩০-১, আবু হায়দার ১-০-১৪-০, সাকিব ২-০-২৬-০, মাশরাফি ২-০-১৬-০, নাসির ৩-০-২২-০। ফল ॥ বাংলাদেশ ৮ উইকেটে পরাজিত। ম্যাচসেরা ॥ শিখর ধাওয়ান (ভারত)। সিরিজসেরা ॥ সাব্বির রহমান (বাংলাদেশ)।
×