ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেয়েদের যাত্রা স্থগিত করল পিসিবি, পাঠানো হয়েছে প্রতিনিধি

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কাটেনি

প্রকাশিত: ০৮:৫২, ৭ মার্চ ২০১৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কাটেনি

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে অংশ নিতে আজই ভারতের পথে উড়াল দেয়ার কথা ছিল পাকিস্তান প্রমীলা দলের। কিন্তু কাল সেটি স্থাগিত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! রবিবার স্থানীয় সংবাদ মাধ্যমকে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, ‘আমরা এখনও সরকারের (পাকিস্তান) সঙ্গে সফরের নিরাপত্তা নিয়ে কথা বলছি। সে জন্য মেয়েদের যাত্রা স্থগিত করা হয়েছে।’ বৃহস্পতিবার শহীদ আফ্রিদির নেতৃত্বে মূল দলের (ছেলেদের) ভারতে যাওয়ার কথা, সেটাও এখন অনিশ্চিত! গতকালই পাকিস্তান থেকে তিন সদস্য প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে, তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত না হলে হয়ত আরও বড় কোন নেতিবাচক খবর শুনতে হতে পারে। নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের চাপান উত্তেজনার চলছে অনেক দিন থেকেই। টি২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি-আফ্রিদিদের গ্রুপ পর্বের ম্যাচটি হওয়ার কথা ধর্মশালায়। সেটা নিয়েও কম হৈচৈ হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটা সেখানে হবে কি না, সেই সংশয় এখনও আছে। কারণ হিমাচল প্রদেশ সরকার যেমন জানিয়ে দিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবেন না। এবার সেই নিরাপত্তার কারণে মেয়েদের ক্রিকেট দলেরও ভারত যাত্রা অনিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যেই জানিয়ে দিয়েছে, নিরাপত্তার বিষয়ে লিখিত আশ্বাস না পেলে তারা দল ভারতে পাঠাবে না। ১৯ মার্চ ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের পূর্ব নির্ধারিত ভেন্যু ধর্মশালা, যেটি হিমাচল প্রদেশের অন্তর্ভুক্ত, প্রদেশটির মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং জানিয়েছেন, অতিথি দলকে নিরাপত্তা দিতে পারবেন না তারা! সঙ্গে রাজ্য কংগ্রেসের সদস্যরাও ম্যাচটিকে বাতিল, অথবা অন্য কোন ভেন্যুতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পার্শ্ববর্তী কাংরা ভ্যালিতে অনেক ভারতীয় সেনাসদস্য থাকেন, যার মধ্যে অনেকে বিখ্যাত কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ম্যাচটি সেখানে হলে ওই যোদ্ধাদের ভাবানুভূতিতে আঘাত লাগবে বলে মনে করছে স্থানীয় কংগ্রেস। এছাড়া জঙ্গী হামলায় ক’দিন আগে হিমাচলে দু-জন ভারতীয় সেনা মারা যান, এ নিয়েও প্রদেশটিতে পাকিস্তান বিরোধী আবেগ কাজ করছে। তবে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে হিমাচল কংগ্রেসের এই অনুরোধের কোন অর্থ খুঁজে পাচ্ছেন না। আগের দিন শাহরিয়ার বলেছিলেন ‘নিরাপত্তার পূর্ণ আশ্বাস না দিলে ভারতে নাও যেতে পারে পাকিস্তান! আমাদের সরকার উদ্বিগ্ন।’ সাবেক আইসিসি সভাপতি এহসান মানির মতে, পাকিস্তনের কোন অবস্থাতেই ধর্মশালায় যাওয়া উচিত হবে না। অনুরাগ অবশ্য সব রকমের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। কিন্তু যেহেতু হিমাচলের রাজ্য সরকারই দায়িত্ব নিতে চাইছে না, ভারতীয় সংবাদ মাধ্যমের ইঙ্গিত ম্যাচটা তাই শেষপর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্সে স্থানান্তরিত হতে পারে।
×