ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা হকিতে চ্যাম্পিয়ন ঝিনাইদহ

প্রকাশিত: ০৮:৫০, ৭ মার্চ ২০১৬

মহিলা হকিতে চ্যাম্পিয়ন ঝিনাইদহ

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল রবিবার অনুষ্ঠিত ওয়ালটন জাতীয় মহিলা হকির ফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়ন নড়াইল জেলাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ঝিনাইদহ জেলা। ম্যাচের ৪৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ঝিনাইদহ জেলার অনন্যা বিশ্বাস। তার গোলেই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় ঝিনাইদহ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান ও ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এক বক্তব্যে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান বলেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো আমরা জাতীয় মহিলা হকির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের হকির সুদিন আবার ফিরে আসবে। আসলে এক সময় হকি ছিল নান্দনিক খেলা। এটার সঙ্গে গতি যোগ হওয়ার কারণে আমরা পিছিয়ে পড়ি। হকিকে এগিয়ে নিতে ওয়ালটন গ্রুপ সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে। নতুন করে গড়তে যাওয়া আমাদের নারী হকি দলটি যাতে আরও বেশি দক্ষ ও চৌকস হয় সেটার জন্য ওয়ালটন গ্রুপের সহযোগিতা থাকবে। এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘তৃতীয়বারের মতো আমরা ওয়ালটন গ্রুপ এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হলাম। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই রানার্সআপ দলকেও। ধন্যবাদ জানাই হকি ফেডারেশনের সর্বস্তরের কর্মকর্তাদের। যাদের নিরলস পরিশ্রমের কারণে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলো। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ ওয়ালটন গ্রুপের প্রশংসা করে বলেন, আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপকে পাশে পাব। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা বেশ কিছু খেলোয়াড় নির্বাচন করেছি। তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে। চ্যাম্পিয়ন ঝিনাইদহ ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পায়। আর রানার্সআপ নড়াইল জেলা ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির সেরা পাঁচ খেলোয়াড়কে ওয়ালটনের হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নড়াইল জেলার সাদিয়া খাতুন। তিনি মোট ১১ গোল করেন। সেরা গোলরক্ষক হয়েছেন ঝিনাইদহ জেলার জয়ি খাতুন। সেরা ফরোয়ার্ড হয়েছেন রাজশাহী জেলার বর্ষা খাতুন মারিয়া। সেরা ডিফেন্ডার হয়েছেন ঢাকার তানিয়া। আর সেরা মিডফিল্ডার হয়েছেন নড়াইল জেলার কিমি কর্মকার।
×